jamdani

তাড়না নয়! তাড়ান পোকামাকড়

বর্ষাকাল মানেই পোকামাকড়ের উপদ্রব! কখনও খাবার টেবিলে, কখনও জুতোর শেলফে আবার কখনও আলমারির কোণায় বা মেঝেতে। বাইরে বৃষ্টি মানেই তাদের অবাধ আনাগোনা ঘরের ভিতর। এই সমস্যা থেকে মুক্তির উপায় তো জানাবই। তার আগে জেনে নিন কেন এই সময় পোকামাকড়ের উপদ্রব বাড়ে-

বর্ষাকালে আবহাওয়ার বিরাট পরিবর্তন হয়। বৃষ্টির কারণে বাতাস এবং জমিতে আর্দ্রতা বেড়ে যায়পাল্লা দিয়ে বাড়তে থাকে গরমও। এতে পোকামাকড়ের বাসস্থানের সংকট দেখা দিলে তারা নিরাপদ আস্তানা খোঁজে। সেই থেকেই ঘরের ভিতর ঘুকে পড়ে এরা।

কীভাবে তাড়াবেন পোকামাকড়ঃ

  • ঘর-বাড়ি পরিষ্কার রাখুন। এতে কীটপতঙ্গরা সহজে বাসা বাঁধবে না।
  • জানালা-দরজায় নেট লাগিয়ে দিতে পারেন।
  • ব্লিচিং পাউডার ছড়িয়ে বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন।
  • কীটপতঙ্গ দূর করে নিয়মিত এমন স্প্রে ব্যবহার করুন।
  • গরম জলের সঙ্গে কয়েক ফোঁটা পেপারমিন্ট অয়েল মিশিয়ে রান্নাঘর, আসবাবপত্র, জানালা-দরজা, পর্দা, চৌকাঠ এবং ঘরের কোণগুলোয় স্প্রে করলে পোকামাকড় আসবে না
  • বিছানার তোষক বা চাদরের তলায় কর্পুর রেখে দিন।
  • নিয়মিত ঘর ঝার দিন এবং মুছুন
  • বই বা জামাকাপড় রাখার জায়গায় ন্যাপথলিন অথবা নিমপাতা রাখলেও পোকা বাসা বাঁধবে না।
  • মেঝে পরিষ্কারের ক্ষেত্রে গরম জলের সঙ্গে ভালো ডিজইনফেক্ট মিশিয়ে ব্যবহার করুন।  

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes