Monsoon Special: বর্ষার পার্টিতেও থাকুন টিপটপ

jamdani

বর্ষা-দিনেই পার্টির প্ল্যান। চারিদিকে জল-কাদার মধ্যে কেমন পোশাক পরলে ভালো হবে?-এই ভেবেই চিন্তিত আপনি। তবে ঋতুকে তো আর বদলাতে পারবেন না! তাই বদলে ফেলুন নিজের বাঁধাধরা স্টাইল সেগমেন্টকে। কোন ধরনের পোশাক বর্ষার জন্য ভালো হবে, পাশাপাশি নজরও কাড়বে সকলের তারই হদিশ রইল অদ্বিতীয়ায়।

প্রথমে বাছুন ওয়াটার ফ্রেন্ডলি ফেব্রিক বা কাপড়। যা তাড়াতাড়ি শুকিয়ে যাবে বা সহজে জল ধরে রাখবে না। যেমন- সুতি, পলিয়েস্টার, শিফন, জর্জেট, ভিসকস রেয়ন ইত্যাদি।

 পোশাকের মধ্যে বেছে নিতে পারেন-    

  • মিডি ড্রেস – মিডি এমনই একটি পোশাক যা সব ধরনের অকেশনেই পরা যায়। তবে বর্ষার পার্টির জন্য একটু ডার্ক বা অফ শেডের পোশাক পরাই ভালো।
  • জাম্পস্যুট – বেশি কিছু ক্যারি না করতে চাইলে বেছে নিন জাম্পস্যুট। রাতের পার্টির জন্য সাইড স্লিট বা ব্যাকলেস জাম্পস্যুট দারুণ মানাবে।
  • র‍্যাপ ড্রেস – বর্তমানে আরও যে পোশাকটি সকলের নজর কাড়ছে, তা হল র‍্যাপ ডেস। এই পোশাক যেমন কমফর্টেবল তেমনই সুন্দর।
  • টি ড্রেস – বৃষ্টির মেজাজে সান্ধ্য পার্টি জমিয়ে দিতে বেছে নিতেই পারেন টি ড্রেস। এর ক্যাজুয়ালিটিতে সহজেই মুগ্ধ হবেন সকলে।
  • শার্ট ড্রেস – শার্টের আদলে তৈরি এই ড্রেস ফর্মাল টু ক্যাজুয়াল সবেতেই গ্রহণযোগ্য।
  • পেনসিল স্কার্ট ও টপ – লং স্লিট পেনসিল স্কার্টের সঙ্গে টিম আপ করুন কনট্রাস্ট রঙের হাফ স্লিভ টপ। এতে এলিগেন্ট দেখাবে আপনাকে।

মনে রাখবেনঃ

  • বর্ষায় যতটা পারবেন লং ড্রেস বা পোশাক এড়িয়ে চলুন।
  • চামড়ার জুতোর বদলে রাবারের ফ্যাশনেবল জুতোকে বেছে নিন।
  • এই সময় লাইট মেকআপ করুন।
  • অনধিক ৩টি রঙের মধ্যেই নিজের সাজ-পোশাক সীমাবদ্ধ রাখুন।
  • এলিগেন্ট দেখাতে মনোক্রম রঙ ভালো মানাবে।

 

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes