jamdani

ফাঙ্গাল ইনফেকশন থেকে বাঁচাতে বর্ষায় শিশুদের নিন বিশেষ যত্ন

বর্ষা মানেই চারিদিকে জল-কাদায় মাখামাখি স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ। এই সময় ঠিক মতো রোদ না ওঠার ফলে খুব সহজেই বাড়তে থাকে রোগ-জীবানুর উপদ্রবও। তাই বর্ষার দিনে চাই বাড়তি সুরক্ষার, বিশেষত বাড়ির খুদে সদস্যদের। কীভাবে যত্ন নিলে ভালো থাকবে ছোটরা তারই হদিশ রইল ‘অদ্বিতীয়া’য়।

সঠিক পোশাক বাছুন

  • কখনও ঠান্ডা, আবার কখনও ভ্যাপসা গরম। বর্ষার এই অদ্ভুত আবহাওয়ায় বাচ্চাকে ফুরফুরে রাখতে সুতির হালকা পোশাকই বেছে নিন।
  • রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কম থাকে, তাই একটু মোটা পোশাক পরাতে পারেন। এতে ঠান্ডা লাগবে না চট করে।

শুকনো রাখুন

  • স্যাঁতস্যাঁতে পরিবেশে সহজেই সংক্রমণ ছড়ায়। তাই যতটা পারবেন ঘরের পরিবেশ এবং বাচ্চাকে ড্রাই রাখার চেষ্টা করুন।
  • বৃষ্টি মধ্যে স্কুলে যেতে হলে রেইন কোট এবং ছাতা দিতে ভুলবেন না।
  • বাচ্চা যদি কোনওভাবে ভিজেও যায়, তৎক্ষণাৎ শুকনো কাপড় দিয়ে মুছিয়ে পোশাক বদলে দিন।

মশা হতে সাবধান

  • বর্ষার জমা জলে খুব তাড়াতাড়ি বংশ বৃদ্ধি করে মশা। সেই থেকে ছড়ায় ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো মারণ রোগও। তাই বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না।
  • দুপুর এবং রাতে ঘুমোনোর সময় মশারি খাটিয়ে শোবেন।
  • এছাড়াও বাচ্চার গায়ে মসকিউটো রিপেলেন্ট ব্যাবহার করতে ভুলবেন না।

ডাইরিয়ার ঝুঁকি

বর্ষায় পানীয় জলের সমস্যা নতুন নয়। এই সময় অপরিষ্কার জল থেকে একাধিক পেটের সমস্যা দেখা দেয়। যার মধ্যে অন্যতম হল ডাইরিয়া। তাই ফিলটার পরিশুদ্ধ জল পান করান ছোটদের। সব চেয়ে ভালো ফল পেতে ফোটানো জল খাওয়ান।

হাইজিনের খেয়াল রাখুন

  • বড়রা বাইরে থেকে এসে হাত-পা ভালোভাবে পরিষ্কার করে তবেই বাচ্চার সংস্পর্শে আসুন।
  • বাইরের পোশাক বদলে নিন।
  • এছাড়াও হাতে স্যানিটাইজার এবং হ্যান্ডওয়াশ ব্যবহার করুন।

টাটকা খাবার খাওয়ান

স্যাঁতস্যাঁতে আবহাওয়ার দরুন খাবারদাবারে খুব তাড়াতাড়ি ছত্রাকের সংক্রমণ ছড়ায়। তাই খাবার রেখে খাওয়াবেন না। টাটকা থাকতেই খাইয়ে দেবেন।

খেয়াল রাখুন ডায়পারের

বৃষ্টির দিনে বাচ্চাদের ঘন ঘন প্রস্রাবের প্রবণতা দেখা দেয়বাড়িতে ছোট্ট শিশু থাকলে তার ডায়পারের দিকে খেয়াল রাখুন। প্রয়োজনে বারবার বদলে দেবেন ডায়পার। নইলে ঠন্ডা তো লাগবেই, পাশাপাশি বাচ্চার ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে।

 

 

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes