jamdani

‘মিস এন্ড অ্যান্ড মিসেস অদ্বিতীয়া’ Season 5- ‘এক অন্য উড়ান’

রোজ সকালে কোচিং ক্লাসে যাওয়ার পথে যে মেয়েটি পাড়ার নাচের স্কুলের বাইরে দু’চোখ মেলে হাঁ করে দেখতে থাকে ভেতরের দৃশ্য, দেখে পায়ে পা মিলিয়ে ঘুঙুরের ছন্দে তালিম নিচ্ছে তারই বয়সী মেয়েরা। অথবা নিজের ঘরে একান্তে তুলি বুলিয়ে চলেছে যে মেয়েটি তাঁর ক্যানভাসে। যে মেয়েটি অভিনয়ে তুখোর, আবৃত্তিতে পারদর্শী কিন্তু সেই প্রতিভা দেখানোর মতো পাচ্ছে না কোনও প্লাটফর্মে। সেই মেয়েটিই অদ্বিতীয়া।

সেলিব্রিটি অ্যারোমাথেরাপিস্ট এবং অদ্বিতীয়া পত্রিকার সম্পাদক কেয়া শেঠ বিশ্বাস করেন নারীর ভেতরই অদ্বিতীয়া লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে সবার। শুধু দরকার সঠিক উন্মোচন, সঠিক সুযোগ।

এই সুযোগ নিয়েই আবারও শুরু হতে চলেছে মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়া বিউটি পেজেন্ট। পশ্চিমবঙ্গের বহু জেলায় লুকিয়ে থাকা বহু প্রতিভার সন্ধানে কিছু নবতম প্রয়াস নিয়ে হাজির হচ্ছে অদ্বিতীয়া বিউটি পেজেন্ট।

যার প্রাথমিক সূচনা হতে চলেছে ৯ জুলাই মালদা থেকে। এর পর রাজ্যের আরও কিছু শহরে, যেমন- আলিপুরদুয়ারে ২৩ আগস্ট, কোচবিহারে ২৪ আগস্ট, ফালাকাটায় ২৫ আগস্ট, জলপাইগুড়ি টাউনে ২৬ আগস্ট, শিলিগুড়িতে ২৬,২৭,২৮ আগস্ট।

তোমরা কি নাচ, গান, আঁকা, আবৃত্তি, অভিনয় বা অন্য কোনও বিষয়ে পারদর্শী? তবে তোমার জন্য অপেক্ষা করছে এক বিরাট স্টেজ!

কেয়া শেঠ এবং তাঁর টিম আসছেন লুকিয়ে থাকা সেই অদ্বিতীয়া’র সন্ধানে। তোমরা তৈরি তো?

** বিশদ জানতে চোখ রাখুন ফেসবুক পেজে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes