jamdani

”মীরাক্কেল” সিজন থেকে বাদ শ্রীলেখা মিত্র

২৮ আগস্ট- ‘মীরাক্কেল’ এর আসন্ন সিজন থেকে শ্রীলেখা মিত্রকে দেখা যাবে না। বাদ দেয়া হয়েছে তার নাম। রিউমরস ছড়াচ্ছে যে, বিকল্প হিসেবে সামনে আসছে রুদ্রনীল ঘোষ, সোহম চক্রবর্তী, পাওলি দামের নাম।

‘মীরাক্কেল’ এর বিচারক হিসেবে ওতোপ্রোতভাবে জড়িয়ে আছে পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্রীলেখা মিত্রের নাম। হঠাৎ তাকে কেন বাদ দেওয়া? কর্তৃপক্ষ এমন প্রশ্নের কোনো উত্তর না দিলেও গেল সোমবার রাতে আচমকাই বোমা ফাটান শ্রীলেখা। ফেসবুকে লেখেন, সবচেয়ে জনপ্রিয় কমেডি শো শুরু হতে চলেছে আমাকে ছাড়া। সত্যি কথা বলবার এই মূল্যটাই দিতে হয় আমাকে, ব্র্যান্ডের প্রতি একনিষ্ঠ থাকা কিংবা সিস্টেমের সব অংশগুলোতে তেল না দেওয়ার (আপনারা বুঝে নিন) চরম মূল্য। ধন্যবাদ সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষকে। আমি নিজের খামতি গুলোকে মেনে নিচ্ছি। আমাকে যারা অপছন্দ করেন তারা পার্টি করতে পারেন’। শ্রীলেখার এমন মন্তব্যের পর ‘মীরাক্কেল’ নিয়ে অসন্তুষ প্রকাশ করেছেন তার বহু ভক্ত অনুরাগী। প্রিয় অভিনেত্রীকে এমন অনুষ্ঠান থেকে বাদ দেয়ায় হতাশা প্রকাশ করেছেন কেউ কেউ।

কিছুদিন আগেই টলিউডে ‘স্বজনপোষণ’ নিয়ে কথা বলে সংবাদ শিরোনামে এসেছিলেন শ্রীলেখা। প্রকাশ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তের নাম উল্লেখ করে তিনি বলেন ‘ঋতু-বুম্বার প্রেম ছিল বলে নায়িকার চরিত্রে কাজ পাইনি’। শ্রীলেখার এই অভিযোগের পর সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গেও ঠাণ্ডা লড়াই দেখা গিয়েছিল শ্রীলেখার। পরবর্তীতে আরো একটি স্ট্যাটাসে নিজের অবস্থান পরিষ্কার করে শ্রীলেখা বলেন, এগুলোই প্রমাণ করে দেয় স্বজনপোষণ কেমন রন্ধ্রে রন্ধ্রে রয়েছে এবং আমি সঠিক কথাই বলেছিলাম। এটা আমার সঙ্গে ঘটা কোনও নতুন ঘটনা নয়, বরং অন্যকিছু হলেই আমি বেশি চমকে যেতাম। আমি নম্রতার সঙ্গে সেটা মেনে নিচ্ছি। আমি সিস্টেমের সঙ্গে লড়াই করে ব্যর্থ হতে পারি তবে মাথা নত করব না।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes