jamdani

প্রেমে আসুক দ্যুতিঃ হীরের হদিশ সাধ্যের মধ্যে (পর্ব ১)

সপ্তাহ ঘুরলেই ভ্যালেন্টাইনস ডে। চলছে চকোলেট ডে, রোজ ডে-এর মতো বিশেষ দিনগুলো। এমন দিনে ভাবছেন, ভালোবাসার মানুষটিকে কী উপহার দেবেন? সাধ্যের মধ্যেই সাধ পূরণ করতে চান? আয়ত্তের মধ্যেও পেতে পারেন হীরের গয়না। হ্যাঁ হীরের গয়না! কেয়া শেঠ গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এ চলছে সোনা এবং হীরের গয়নায় আকর্ষণীয় ছাড়। একেবারে ৩০% পর্যন্ত।

প্রেমের উপহার বললে পয়লা নম্বরেই আসে আংটির নাম। আর ‘কেয়া শেঠ গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’-এ ভ্যালেনটাইনস ডে উপলক্ষে সোনা ও হীরের গয়নার মজুরিতে পেয়ে যাবেন ৩০% পর্যন্ত ছাড়। সেখানে হীরের আংটির দাম শুরু মাত্র ১৩,০০০ টাকা থেকে। দেখে নিন ভ্যালেন্টাইনস ডে স্পেশাল স্বল্প দামের কিছু হীরের আংটি।

অভিনব ডিজাইনের সোনার এই আংটির মাঝে রয়েছে গাঢ় গোলাপি রঙের একটি হার্ট। যার উপরের দিকে রয়েছে হীরে বসানো। প্রেম দিবসের উপহারস্বরূপ এই আংটি একেবারে আদর্শ।

সোনার উপর হীরের বসানো এই আংটি কিছুটা ‘লক অ্যান্ড কি’-এর আদলে তৈরি। দেখলে মনে হবে হৃদয়কে তালা দিয়ে বেঁধে রাখা। চাইলে মনের মানুষটিকে দিতেই পারেন এমন আংটি।

পছন্দের মানুষটি ফুল ভালবাসলে, উপহার হিসেবে দিতেই পারেন ফুলের নকশা করা আধুনিক ডিজাইনের এমন হীরের আংটি।

একটু অন্য ধরণের কোনও নকশা চাইলে এই হীরের আংটিটি হবে দশে দশ।

সিম্পল অথচ সুন্দর কিছু চাইছেন? ফুলের ডিজাইনে হীরের এই আংটি আপনার জন্য হবে পারফেক্ট।

হার্টের মাঝে লভ লেখা এই ডায়মন্ড রিং প্রিয়তমাকে উপহার দিলে ভ্যালেন্টাইনস ডে সার্থক।

লতার মাঝে হীরের ফুল বসানো এই আংটি যে কেউ পছন্দ করবে বৈ কী।

ভাবছেন পছন্দের মানুষটিকে বিশেষ দিনে প্রপোজ করবেন? উপহার হিসেবে বেছে নিন হার্ট শেপের হীরের এই সুন্দর আংটিটি।

প্রেমিকা একটু সাধারণ সাজ-পোশাকে অভ্যস্থ হলে উপহার দিন সম্পূর্ণ ভিন্ন ডিজাইনের এই আংটিটি। নিত্যদিন ব্যবহারযোগ্য এই আংটি সহজেই নজর কাড়বে সকলের।

কীভাবে সংগ্রহ করবেন?

অনলাইন বুকিং এবং অন্যান্য তথ্য সম্পর্কে বিশদে জানতে অনুগ্রহ করে যোগাযোগ করুনঃ ৭৪৩৯৮০৫১০১ নম্বরে। অথবা ঘুরে আসুন ‘কেয়া শেঠ এক্সক্লুসিভ মল’-এ। ঠিকানা – কালীঘাট, ১১৬ এ, এসপি মুখার্জি রোড, কলকাতা – ৭০০০২৬ (কালীঘাট ট্রাম ডিপোর বিপরীতে)।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes