jamdani

ক্রিমি ম্যাগি মগ পিজ্জা বানিয়ে ফেলুন ওভেনেই!

বাড়িতে খুদে আদরের সদস্য থাকা মানেই, তাদের মন মতন আবদার। আর সেই আবদার পূরনের তালিকায় থাকে প্রায়শই, বিকেল অথবা স্কুলের টিফিনের ফাইফরমাশ। যেখানে কখনও কখনও হাঁপিয়ে ওঠেন বাড়ির মা থেকে শুরু করে ঠাকুমা সকলেই। তাই সেই নাজেহালের থেকে ছুটকারা দিতে রইল আজকের স্পেশাল রেসিপি ক্রিমি ম্যাগি মগ পিজ্জা। তাহলে আর দেরি কেন, যখনই সময় পাবেন তখনই ট্রাই করুন এই ডিসটি।

উপকরণঃ

  • দুধ – ১ টেবিল চামচ
  • পিজ্জা সস – ১ চা চামচ
  • পেঁয়াজ কুচি – ১ চা চামচ
  • গাজর কুচি – ১ চা চামচ
  • চীজ গ্রেট করা – ১ চা চামচ
  • অরিগ্যানো – ১ চিমটি
  • চিলি ফ্লেক্স – ১ চিমটি
  • ম্যাগি – ১ প্যাকেট

পদ্ধতিঃ

  • একটা পাত্রতে ১ কাপ জল দিয়ে তাতে ম্যাগি আর মশলা দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে রেখে দিন।
  • তারপর গাজর ও পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নিন।
  • এবার কাপ নিন একটা। এবং সেই কাপটার ভেতরে একেবারে নীচে ম্যাগি দিয়ে দিন। তার পর তার উপর দুধ ফেটিয়ে দিন।
  • ভাজা সবজি,পিজ্জা সস ও চীস দিয়ে, তার উপর অরেগানো ও চিলি ফ্লেক্স দিয়ে মাইক্রোওয়েভে বেঁক করে নিন ২ মিনিট ৩০ সেকেন্ড ।
  • এবার তৈরি ছোটো থেকে বড় সব বয়েসের প্রিয় ডিস ক্রিমি ম্যাগি মগ পিজ্জা।

 

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes