jamdani

আপনি কি জানেন বেশিরভাগ বাঙালি বিয়ে কেন শীতকালে অনুষ্ঠিত হয়?

জানুয়ারি মাসের শেষ থেকে বিয়ের মরশুম শুরু হলেও, খেয়াল করে দেখবেন বেশিরভাগ বিয়ে কিন্তু শীতকালেই অনুষ্ঠিত হয়। নভেম্বর থেকে ফেব্রুয়ারী মাসের মধ্যেই সর্বাধিক বিয়ের আয়োজন করা হয়ে থাকে। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি, কেন শীতকাল আসলেই এমন বিয়ে বাড়ির তোরজোড় পরে যায়।

শীতকাল আর উৎসব, এই দুইয়ের সঙ্গে বাঙালির এক চিরন্তন সম্পর্ক রয়েছে। শীতকালে অনুষ্ঠিত হয় নবান্ন। এই সময় নতুন ধান থেকে চালের পায়েস বানিয়ে পুজো দেওয়া হয়। আবার শীতকালে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ প্রায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি থাকে। আত্মীয়স্বজন যে যেখানে আছেন, সকলের মিলিত হওয়ার জন্যও এটা আদর্শ সময়। আর তাই এই মরসুমে বিয়ে অনুষ্ঠিত হলে, তা আয়োজন করার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়।

মেকআপ থেকে খাওয়া দাওয়া— শীতকালে সবকিছুই করা যায় স্বস্তিতে। যত দামি মেকআপই হোক না কেন, গরমে ঘেমে নষ্ট হয়ে যাওয়ার ঘটনা অস্বাভাবিক নয়। অথচ শীতকালে এই ভয়টা থাকে না।
বিয়েবাড়ি মানেই বিশেষ ভোজ। গরমকালে বিয়ে বাড়ির রিচ খাওয়াদাওয়া পেটের জন্য কিছুটা হলেও ঝুঁকিপূর্ণ হয়ে যায়। একটু এদিক-সেদিক হলেই নানান ভাষায় পেট বিদ্রোহ ঘোষণা করতে পারে। তাই ইচ্ছে থাকলেও রয়েসয়ে খেতে হয়। কিন্তু শীতকালে নির্ভয়ে আপনি বিয়ে বাড়ির ভোজ এনজয় করতে পারবেন।

আবার বিয়ে মানেই নানা নিয়ম, আচার এবং খাটাখাটুনি। গরমকালে একটু পরিশ্রমেই সবাই ঘেমে হাঁপিয়ে ওঠে। শীতকালে সেই দিক থেকেও নিশ্চিন্ত। বরং বিয়ে বাড়িতে হাই ভলিউম মিউজিকের সঙ্গে নাচ বা ছোটাছুটি করে কাজ করলে শীত কিছুটা হলেও কম অনুভব হয়।
বিয়ে বাড়িতে ফুল এক বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ। বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে প্রয়োজন হয় ফুলের। গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা জারবেরা বা গোলাপ— কনের খোপা থেকে বরের গাড়ি সাজানোর জন্য দরকার লাগে এই সব ফুল। যা শীতকালে খুবই সহজলভ্য।


আর যদি আসি নব দম্পতির কথায়, তাদের হানিমুনে যাওয়ার জন্যও এই সময় সেরা। কারণ শীতে ধুসর প্রকৃতি এক অন্য সৌন্দর্যের পসরা সাজিয়ে রাখে আমাদের জন্য যা সমুদ্র, পাহাড় বা সমতলকে অপূর্ব রূপ দেয়।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes