jamdani

সাতরঙা কুশনে সাজ হোক রঙিন

কুশন। এই একটা জিনিস এখন ঘরের সাজে বেশ ট্রেন্ডি হয়ে উঠেছে। কারণ ঘরে কয়েকটা থাকলেই ভোল বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে এর। দোলে বন্ধু বান্ধব আসছে, আর আপনি কিছু খুঁজেই পাচ্ছেন না কীভাবে ঘর সাজাবেন। তাহলে বাজার চলতি একবার ঢুঁ মারলেন কুশনের দোকানে। সেখান থেকে তুলে আনলেন কালারফুল কুশন কভার। কীভাবে সাজাবেন, রইল টিপস-

  • কুশন কাভার হোক উজ্জ্বল বর্ণের
  • দোলে ঘরকে সাজাতে আনতে পারেন কুশন কভারের পরিবর্তন। অল্প খরচে ঘরের আমেজ এবং সোফার রূপ বদলে ফেলতে পারবে এই কুশন কভার।
  • আপনার ঘরের রঙের সঙ্গেমিলিয়ে কুশন কভারগুলো বেছে নিতে পারেন। বাজারে কুশনের সাইজেও আছে নানা রকমফের। দুটো কুশন যদি সাইজে বড় হয় তাহলে বাকিগুলো কিনে নিন ছোট সাইজের।
  • বাজারে পাওয়া যায় গোল থেকে শুরু করে হার্ট শেপের কুশন। সোফায় এমন নানা ধরনের কুশন বেশ মানায়। দেখবেন ঘরও মুহূর্তের মধ্যে উৎসব আমেজে ভরে উঠেছে।
  • কুশন কভারের রং বাছাইতে আনতে পারেন অভিনবত্ব। সহজেই সোফার সঙ্গে মানিয়ে যাবে এমন উজ্জ্বল রঙের কুশন কভারগুলো বেছে নিন।এখন স্মাইলি কুশনও পাওয়া যায়। সেগুলোও ব্যবহার করতে পারেন। এতে দোলে আপনার ঘরটিও সেজে উঠবে নতুন আবেশে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes