jamdani

কনের স্কিন কেয়ারে লেজার হেয়ার রিমুভাল

বিয়ের আগে ত্বকের যত্ন নেওয়ার কথা আলাদা করে বলার দরকার পড়ে না। প্রত্যেক কনে, এমনকি হবু বরও নিজের কিছুটা সময় দেয়ই স্কিন কেয়ার রেজিম মেইনটেন করার জন্য। তবে যেটা জানার বিষয়, তা হল ঠিক কোন কোন জিনিসগুলো করা উচিত ত্বকের যত্ন নিতে। একথা সত্যি যে, বিয়ের দিন ঝলমলে সৌন্দর্য পেতে যেমন সঠিক বিয়ের পোশাক দরকার, ঠিক তেমনই দরকার ঝকঝকে উজ্জ্বল ত্বকও। প্রত্যেক ব্রাইড এবং গ্রুমেরই যে সাধারণ রেজিম ফলো করা দরকার, তা হল CTM; অর্থাৎ ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার। এর সঙ্গে অবশ্যই চাই ভালো কোনও সানস্ক্রিন। তবে এর বাইরেও কিছু বিষয় খেয়াল রাখা দরকার, যার জন্য আপনার সাহায্য নিতে হবে স্পা-এক্সপার্ট অথবা কসমেটোলজিস্টের। অ্যাকনে অথবা ডাল কমপ্লেকশনের সমস্যা থাকলে সেটি ঠিক করে নেওয়া দরকার। এর জন্য অ্যাস্থেটিক ট্রিটমেন্ট করানো যেতে পারে। এছাড়া প্রি-ব্রাইডাল গ্রুমিং-এর জন্য মেডি-স্পা ট্রিটমেন্ট করানো যেতে পারে। এর জন্য বিয়ের বিশেষ দিনটির অন্তত তিন মাস আগে থাকতে স্কিন স্বাস্থ্যজ্জ্বল এবং দীপ্তিময় করে তুলতে হাতে কিছুটা সময় তো রাখতেই হবে। দম্পতীরা এই সময় নিতে পারেন ডার্ক সার্কল কারেকশন, ফুল বডি টোনিং, ফটো ফেসিয়াল, লেজার হেয়ার রিমুভাল ইত্যাদি ট্রিটমেন্ট। আজ আলোচনা করা যাক লেজার হেয়াল রিমুভাল নিয়ে।

লেজার হেয়ার রিমুভালঃ

আমরা সকলেই জানি সপ্তাহে বা পনেরো দিন পর পর ওয়াক্স করে বা শেভ করে দেহের অবাঞ্চিত রোম দূর করা কতখানি বিরক্তিকর। বিশেষত বিয়ের পরে নতুন শ্বশুরবাড়িতে গিয়েই এই বিষয়টি বেশ বিড়ম্বনার হয়ে উঠতে পারে। এদিকে বিয়ের পর নতুন বউকে বেশ কিছুদিন আত্মীয়দের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যেতেই হয় এবং পাশাপাশি মাথায় রাখতে হয় হানিমুনের সেই স্পেশাল দিনগুলোর কথা। নতুন পরিবারে এসে নিজেকে প্রতিষ্ঠা করার ব্যস্ততায় যদি ওয়াক্স বা শেভ করার সময় না পাওয়া যায়, তাহলে কোথাও বেরনোর হলে ইচ্ছে থাকলেও যদি স্লিভলেস পোশাকটি না পরতে পারেন তা হলে কিন্তু সত্যিই দুঃখজনক। এক্ষেত্রে এই বিড়ম্বনার হাত থেকে বাঁচতে সবচেয়ে ভালো উপায় হল লেজার হেয়ার রিমুভাল মেথডটি। এটি অবাঞ্চিত রোমের পার্মানেন্ট সলিউশন দেবে আপনাকে। এই মেথডে হেয়ার ফলিকলগুলিকে পার্মানেন্টলি নষ্ট করে দেওয়া হয়, যাতে পুনরায় রোম না গজায়। এতে নতুন করে আনওয়ান্টেড হেয়ার জন্মানোর সম্ভবনাকে এলিমিনেট করা যায়। এই প্রসিডিওরটি করতে কয়েকটি সেশনের প্রয়োজন হয়। লেজার হেয়ার রিমুভাল করাতে চাইলে তাই বিয়ের কিছুদিন আগে হাতে কিছুটা সময় নিয়েই তা শুরু করা উচিত।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes