jamdani

প্রয়াত জনপ্রিয় অভিনেতা ‘খোপড়ি’

চলে গেলেন ‘খোপড়ি’, অর্থাৎ সমীর খাখর। টেলিভিশন-বলিউডের জনপ্রিয় অভিনেতার মৃত্যুর সময় বয়স হয়েছিল ৭১ বছর। অমিতাভ বচ্চন, কমল হাসান, শাহরুখ খান, গোবিন্দা-বলিউডের প্রায় সব অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। তবে সমীর সবচেয়ে জনপ্রিয় হয়েছিলেন দূরদর্শনের সিরিয়াল ‘নুক্কড়’-এ  ‘খোপড়ি’ চরিত্রের অভিনয় করে।

৯০-এর দশকে সমীর সিনেমায় নিজের একটা আলাদা জায়গা তৈরি করেন। সমীর তাঁর ৩৮ বছরের অভিনয় জীবনে বহু সিরিয়াল-সিনেমায় অভিনয় করেন। ‘শহেনশাহ’, ‘পুষ্পক’, ‘দিলওয়ালে’, ‘রাজা বাবু’ প্রমুখ ছবিতে অভিনয় করেন। টেলিভিশনে ‘নুক্কড়’, ‘মনোরঞ্জন’, ‘সার্কাস’, ‘নয়া নুক্কড়’, ‘শ্রীমান শ্রীমতি’ এবং ‘আদালত’। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘সঞ্জীবনী’ ধারাবাহিকে, যেখানে সুরভী চন্দনা এবং নমিত খান্না মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন।

মাঝে তিনি অভিনয়ে একটা বিরতি নিয়ে আমেরিকায় চলে যান। ফিরে আবার অনেক কাজ করেন। বিশেষ করে সলমন খানের ‘জয় হ’ ছবিতে তাঁর কাজ প্রশংসিত হয়।

সমীরের খুড়তোত ভাই গণেশ খাখর জানিয়েছেন যে একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ বিকল মারা গিয়েছেন তিনি। গণেশ জানান, “সমীর শ্বাসকষ্টে ভুগছিলেন, তারপর তিনি ঘুমাতে যান এবং অজ্ঞান হয়ে যান। আমরা ডাক্তারকে ডেকেছিলাম এবং তিনি তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। তাঁর হার্ট ঠিকমতো কাজ করছিল না এবং প্রস্রাবের সমস্যাও ছিল। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। ভেন্টিলেটরেই ধীরে ধীরে আজ ভোর সাড়ে ৪টায় তিনি প্রয়াত হন।”  সমীরকে বোরিভালির এমএম হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সমীরের শেষকৃত্য আজ সকাল ১০.৩০টায় বোরিভালির বাভাই নাকা শ্মশানে অনুষ্ঠিত হবে।

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes