রুমা প্রধান|
বাংলা ভাষার প্রতি তাঁর ছিল অশেষ ভালোবাসা। ঝরঝরে বাংলা উচ্চারণে তিনি বলতেন, ‘বাংলা ভাষা আমার ভীষণ প্রিয়, কিন্তু শিখেও বলতে পারি না!’ বাংলা ভাষায় গান গাওয়ার জন্য তিনি গৃহশিক্ষক রেখে বাংলা শিখেছিলেন। শিক্ষক ছিলেন বাসু ভট্টাচার্য। মোট ৩৬টি ভাষায় গান গেয়েছেন তিনি। সব ভাষার প্রতিই তাঁর শেখার ভাবনাপথ একই ছিল। তবে বাংলা ভাষার সঙ্গে তাঁর সম্পর্ক যেন একটু বেশিই আবেগের, মায়ার। পরিচালক প্রভাত রায় তখন পরিচালক শক্তি সামন্তের সহকারী। শক্তিবাবুর বেশিরভাগ ছবিতেই লতাজি গান গাইতেন। সেই সূত্রে প্রভাত রায়ের সঙ্গেও তাঁর অল্পবিস্তর পরিচয়। এরপর তিনি যখন ‘প্রতিদান’ ছবির পরিচালনার কাজ হাতে নেন, তখন লতাজির কাছে একটি গানের প্রস্তাব রেখে তাঁর সঙ্গে দেখা করেন। সেই বিখ্যাত গানটি হল – ‘মঙ্গল দীপ জ্বেলে অন্ধকারে দু’চোখ…’ গানটি লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুর দিয়েছিলেন বাপি লাহিড়ী। এটা তাঁর প্রথম ছবি শুনেই লতাজি রাজি হয়ে যান। গানটি শুনে তিনি বলেছিলেন, ‘বাহ, খুব সুন্দর গান হয়েছে।’ এমনকি পারিশ্রমিক দিতে গেলে, উনি নিতে অস্বীকার করে ছিলেন।
তিনি মনে করতেন বাংলা ও মারাঠি ভাষার মধ্যে সংস্কৃতি এবং ভাষাগত একটি যোগসূত্র রয়েছে। এমনকি তাঁর প্রিয় সাহিত্যিক ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রী রামকৃষ্ণদেবেরও ভক্ত ছিলেন তিনি। রবিঠাকুরের গান ছিল তাঁর পাথেয়। বাঙালির খুব কাছের মানুষ ছিলেন তিনি। হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, শচিন দেব বর্মন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে লতা মঙ্গেশকরের ছিল পারিবারিক আত্মীয়সুলভ সম্পর্ক। রবীন্দ্রনাথের গান গাওয়ার আগে তিনি তাঁর হেমন্তদার থেকে গানের আক্ষরিক অর্থ বুঝে নিতেন। যাতে অন্তর দিয়ে বাংলা গানগুলো গাইতে পারেন। শুধু কাজের ক্ষেত্রেই নয় বাঙালিদের সঙ্গে জমিয়ে পারিবারিক, বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ছিল তাঁর। জানা গিয়েছে, হেমন্ত মুখোপাধ্যায়ের স্ত্রীকে সাধ খাইয়েছিলেন তিনি। ‘আনন্দমঠ’ ছবিতে বিখ্যাত ‘বন্দেমাতরম’ গানটি গাওয়ার জন্য কোনওরকম পারিশ্রমিক নিতে অস্বীকার করেছিলেন লতাজি। হেমন্ত মুখোপাধ্যায়কে বলেছিলেন, ‘টাকার জন্য নয়, আপনি বলেছেন বলেই গেয়েছি।’
সলিল চৌধুরী লতা মঙ্গেশকরকে সাক্ষাৎ সরস্বতীদেবী বলতেন। সঙ্গীতশিল্পী অন্তরা চৌধুরীর (সলিল চৌধুরীর কন্যা) কথায়, বাবা তাঁর প্রিয় গানগুলো লতাজির জন্যই তুলে রাখতেন। ২০১৩ সালে প্রকাশিত হয় ‘সলিল রচনা সংগ্রহ’ যার ভূমিকা লিখেছিলেন স্বয়ং লতা মঙ্গেশকর।
বাংলা ভাষায় বহু গান গেয়েছেন তিনি। এমনকি বাংলা চলচ্চিত্রেও তাঁর কণ্ঠের অবদান অসীম। লতাজির কন্ঠে ‘প্রেম একবারই এসেছিল নীরবে’, ‘না যেও না’, ‘আকাশপ্রদীপ জ্বলে’, ‘ভালোবাসার আগুন জ্বেলে কেন চলে যাও’, ‘তারে আমি চোখে দেখিনি’, রবিঠাকুরের গানে- ‘শাওন গগনে ঘোর ঘনঘটা’, ‘কুহেলী ছবিতে হেমন্তবাবুর সঙ্গে তুমি রবে নীরবে’-এর মতো বিখ্যাত সব গান গেয়ে বাঙালির হৃদয় জয় করেছেন তিনি। লতা মঙ্গেশকর নিজেই সুর। দেবী সরস্বতীর মানবরূপ। আর সরস্বতীর যে কখনও বিসর্জন হয় না। তিনি ছিলেন, আছেন আর যুগযগান্ত ধরে থাকবেন।
হাতে গিটার। মাথায় লম্বা চুল। শরীরে ট্যাটু। একেবারে রক অবতারে... Read More
এই পৃথিবীর সৌন্দর্যের কোনো তুলনা নেই। এমন এমন জায়গা রয়েছে... Read More
স্ট্রিট ফুড আমাদের সকলেরই পছন্দের তালিকায় রয়েছে। এলাকা, রাজ্য, দেশ... Read More
আর ৫ দিন পর নতুন বছর। উৎসবের মরশুমে খাবার দাবার... Read More
অন্ধকার ঘন জঙ্গলে হিংস্র পশুদের হাত থেকে বাঁচতে ফুটফুটে কন্যেকে... Read More
কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর তাঁর শেষ রেকর্ডিংটি করেছিলেন ২০১৮ সালে।... Read More
হ্যাঁ ঠিক শুনেছেন। ইঁদুরের দল এবার সেনাবাহিনীতে। কম্বোডিয়ার গৃহযুদ্ধের সময়... Read More
চারদিকে নীল সমুদ্র। মাঝখানে একটা সবুজ দ্বীপ। আর সেই সবুজ... Read More
আমাদের সবারই কিছু না কিছু ক্রিয়েটিভ দিক রয়েছে। আর সবার... Read More
আমরা সবাই জানি যে ত্রিদেব বলতে ব্রহ্মাণ্ডের তিন প্রধান স্তম্ভকে...
কৌশিক পান ভাের ৫ টা বেজে ১০ মিনিট। গ্রামের রাস্তা।...
বাগবাজার কুমােরটুলি অঞ্চলের সিদ্ধেশ্বরী কালীমন্দির যে কত বছরের পুরনাে, তা...
এদেশে সোনাকে স্থিতি এবং ভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।...
ফুল নিঃসন্দেহে প্রকৃতির সবচেয়ে সুন্দর সৃষ্টিগুলোর একটি। নিসর্গের সবুজ শ্যামলিমা...
এ কাহিনি যে সময়ের, তখন আজকের মতাে বাঘ বিলুপ্তপ্রায় ছিল...
চলছে বিয়ের মরসুম। তাই হবু দম্পতিদের বিয়ে নিয়ে জল্পনাও তুঙ্গে।...
বহুকাল আগে থেকেই হিন্দু সধবা মহিলাদের সিঁথিতে সিঁদুর পরার চল...
বিরিয়ানি। নামটার মধ্যেই একটা মাদকতা। বিরিয়ানি পছন্দ করেনা এমন মানুষ...
সালটা ছিল ১৯৯৬। মুম্বাইয়ের এস পি জৈন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট...