jamdani

কবিতা ।। শ্রীপর্ণা দে

অভ্যন্তর বৃত্তে                   

এক অদ্ভুত ভালোলাগা আছে মনখারাপের মধ্যেও

তার শুরুটা হয়েছিল তোমায় নিয়ে।

নিস্তব্ধতার সুড়ঙ্গ বেয়ে তোমার স্পর্শ

এনেছিল জীবনের রঙ ;

সমুদ্র- পাহাড়- অরণ্য- ঝর্ণার মাঝে

কিছু বর্ষা কয়েকটা শীত কয়েকটা বসন্তে

মাতলামি করেছি দুজন।

তোমার অনুপস্থিত অনির্ণেয় দূরত্ব সত্ত্বেও

কাছাকাছি সেলফোনে পুরনো সেলফিরা ,

দুরন্ত মুখচোরা হয়তো আমার জন্য

তোমার অব্যক্ত কথা।

অতীতের এস.এম.এস রিপোর্ট জানাচ্ছে

তোমার প্রতি বর্তমান রিভালশনটা যথেষ্ট প্রাসঙ্গিক ,

মিস করলেও করতে পারো একটু

বিবশ রাতে নির্বাচিত প্রলাপ ;

তোমার চোখে নামলেও নামতে পারে

অর্ধেক আকাশ নিম্নচাপ।

ফিরে চাওয়া

আজও স্বপ্ন ডেকেছিল ঘুমের ঘোরে

একা কাটিয়েছি কত বিনিদ্র রজনী

বিবর্ণ স্বপ্ন বুকে নিয়ে।

গেয়েছে অলীক কল্পনা মৃদু সুরেলা গান ;

পিছনে ফিরে চেয়েছি আমি।

ডেকেছিল গভীর অনুভুতি  ভাবনার বালুচরে ,

তুলেছিল নিরন্তর হিল্লোল মনে।

অনেকদিন হারিয়ে গেছে

বয়ে গেছে ফল্গুধারার মতো

রোমন্থন করে গেছি স্মৃতিগুলিকে

চিন্তার প্রলেপ মাখিয়ে।

ফিরে পেতে চেয়েছি শুধু প্রিয়জনদের

স্বপ্নকে নিয়ে গেছি আমার সাথে ;

শুষ্ক রাজপথে হেঁটে চলেছি আজও দুজন।

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes