jamdani

স্ক্রাবিং তো করেন, এর সঠিক পদ্ধতি জানেন কি?

ত্বকেরও প্রয়োজন হয় শ্বাস নেওয়ার, নইলে তা প্রাণহীন হয়ে পড়ে। আর এখানেই দরকার স্ক্রাবিং-এর। নিয়মিত স্ক্রাবিং করলে ত্বকের উপরের মৃত কোষগুলো উঠে গিয়ে নতুন কোষ তৈরি হতে সাহায্য করে। এতে ত্ব উজ্জ্বল হওয়ার পাশাপাশি নরম এবং মসৃণ হয়। আদতে স্ক্রাব ত্বকের উপরিভাগে জমে থাকা ময়লা দূর করে বন্ধ পোরসগুলো খুলে দেয়। স্ক্রাবের কাজ তো জানলেন, এর সঠিক ব্যবহার জানেন কি?

জেনে নিন স্ক্রাবিং-এর পদ্ধতি সম্পর্কেঃ 

  • ফেসওয়াশের মতো প্রতিদিন স্ক্রাব ব্যবহার করা উচিত নয়। সপ্তাহে এক থেকে দু’বার ইউজ করতে পারেন।
  • ভেজা ত্বকে স্ক্রাব লাগিয়ে ৩-৫ মিনিট সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে।
  • কখনওই বেশি জোরে ঘষবেন না, এতে ত্বক ক্ষতিগ্রস্থ হয়ে জ্বালাভাব বা র‍্যাশের সমস্যা হতে পারে।

  • স্ক্রাব ব্যবহারের পর ত্বক অনেকটা ড্রাই হয়ে যায়। তাই স্ক্রাবিং করে অবশ্যই টোনার এবং ময়েশ্চারাইজার লাগাবেন।
  • ওয়্যাক্সিং-এর আগে স্ক্রাবিং করতে হয়, পরে করলে র‍্যাশের সমস্যা দেখা দিতে পারে।
  • অনেকেই মনে করেন অয়েলি বা অ্যাকনে প্রোন স্কিনে স্ক্রাব ব্যবহার করা উচিত নয়। এই ধারণা একেবারেই ভুল। সব ধরণের স্কিনেই স্ক্রাবিং প্রয়োজন। এক্ষেত্রে ক্রিম বেসড স্ক্রাবের পরিবর্তে জেল বেসড স্ক্রাব ব্যবহার করতে পারেন।

    এছাড়াও বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন ন্যাচারাল স্ক্রাব। দেখে নিন কেয়া শেঠ-এর হোম মেড স্ক্রাবের রেসিপিঃ 

    রেসিপি – ১ 

    রেসিপি – ২

     

    Trending

    
    Would you like to receive notifications on latest updates? No Yes