jamdani

শীতে নিজের ঘর ধুলোমুক্ত রাখতে এই ব্যাপারগুলো মাথায় রাখুন

শীতের সময় আবহাওয়ার কারণে, একটা বড় সমস্যা হল বাড়িতে ধুলো বেড়ে যাওয়া। আসবাবপত্র সহ প্রায় সবকিছুতেই শীতকালে প্রচুর পরিমানে ধুলো জমে। এই অবস্থায় আপনার বাড়ির ছোটদের স্বাস্থ্য ও বাড়ির পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য কিছু উপায় অবলম্বন করা দরকার। তাছাড়া খাবারের মধ্যেও যাতে ধুলোবালি না পড়ে তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন চলুন তা জেনে নেওয়া যাক।

প্রথমত আপনি আপনার অপ্রয়োজনীয় আসবাবপত্র নিজের ঘর থেকে সরিয়ে ফেলুন। আর ঘরের জায়গা প্রশস্ত হলে আপনার ঘরটিকেও সুন্দর দেখাবে। আপনার ঘরের আনাচে কানাচে পরিষ্কার করার জন্য ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন। বিশেষ করে কার্পেটের ভিতর কিংবা কম্পিউটারের সিপিইউ বা অন্যান্য জিনিস পরিষ্কার করার জন্য যন্ত্রটি ব্যবহার করুন।

জানলায় অবশ্যই ভারি পর্দা ব্যবহার করুন। তাছাড়া ভারি পর্দা ঝোলানো থাকলে চট করে ধুলোবালি ঘরে ভেসে আসতে পারে না। আর জানলার পর্দা মাসে অন্তত একবার পরিষ্কার করে রাখুন। ঘরে প্রবেশের পথে ভারি ডোরম্যাট রাখলে তা ঘরের ধুলো অনেকাংশেই আটকে দিতে পারে। সুতির কাপড় দিয়ে বাড়ির আসবাবপত্র পরিষ্কার করতে পারেন। এতে আসবাবপত্র ভালো থাকে। নিয়মিত সকালে ৩০ মিনিট করে সমস্ত আসবাব ঝারপোছ করলেই আর কোনো সমস্যা থাকে না। এছাড়া যাদের ডাস্ট এলার্জি আছে তারা এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন। তাতে এলার্জি হওয়ার সম্ভাবনা কমবে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes