jamdani

লহরি মকর সংক্রান্তির শুভেচ্ছায় কাজল, ক্যাটরিনা, অক্ষয়রা

বিয়ের ১ মাস পূর্তি হোক বা বিয়ের পরের প্রথম লহরি পালন, তাঁদের নানা ছবি শেয়ারের মাধ্যমে সেই আনন্দ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে ভুললেন না ভিকি আর ক্যাট । বৃহস্পতিবার রাতে লহরি পালনের ছবি দুই তারকাই তাঁদের ইনস্টাতে শেয়ার করলেন। দু’জনের মুখের চওড়া হাসি বুঝিয়ে দিচ্ছে একে-অপরের সাথে তাঁরা কতটা খুশি। প্রথা মেনে লাল সালোয়ারই পরেছেন ক্যাটরিনা। ভিকির দেখা মিলল উইন্টার ক্যাজুয়ালে। ছবি শেয়ার করে ক্যাপশনে ভিকি লিখেছেন, ‘হ্যাপি লহরি’। সঙ্গে একটা ফায়ার ইমোজি। আর ক্যাটরিনা নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে নিয়েছেন লহরির একগুচ্ছ ফোটো। আর সব ক’টা ছবিতেই ভিকি ক্যাটরিনাকে দেখা গেল একে-অপরের কাছাকাছি!  অপরদিকে কাজল দেবগনও তাঁর পরিবারের সঙ্গে কাটানো লহরি পালনের প্রতিটি মুহূর্ত অনুগামীদের ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ারের মাধ্যমে।

কিন্তু মকর সংক্রান্তিতে একটু ভিন্ন ছন্দে নিজেকে ধরা দিলেন খিলাড়ী। বাড়ির ছাদে দাঁড়িয়ে অক্ষয়, পরনে তার কমলা রংয়ের শার্ট সঙ্গে নীল জিন্স। এক হাতে ঘুড়ির সুতো, অন্য হাতে লাটাই। পিছনে একটি বেঞ্চে সাজানো রয়েছে রং বেরংয়ের ঘুড়ি। আর সেই ছবির তিনি ভাগ করে নিয়েছেন তার অনুগামীদের সঙ্গে। এদিন মকর সংক্রান্তির শুভেচ্ছাও জানিয়েছেন নিজের সকল ভক্তদের।

 

 

 

 

 

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes