jamdani

IPL 2020: আশঙ্কা হল সত্যি! সিএসকে-র ১০ জন করোনা পজিটিভ

২৮ আগস্ট : বড়ো ধাক্কা আইপিএলে। সিএসকে দলের বোলার ও স্টাফ মেম্বার মিলিয়ে মোট ১০ জন করোনা পজিটিভ। যা সংযুক্ত আমিরশাহিতে আইপিএল আয়োজনে সৃষ্টি করল আরও জটিলতা।

দলের মধ্যে ১০ জন করোনা পজিটিভ হওয়ায় ধোনি এবং তার দলের কোয়ারেন্টাইন সময় আরও বাড়ল। নতুন তারিখ ঘোষণা করা হল সেপ্টেম্বর ১। খেতাব রক্ষার লড়াইয়ে তাঁদের নামার কথা ছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস আগস্ট ২১ তারিখ দুবাই পৌঁছেছিল। তার আইপিএলের প্রথম ম্যাচের তারিখ ছিল ১৯ সেপ্টেম্বর। দুবাই যাওয়ার আগে তাঁরা সেরে ফেলেছিল ট্রেনিংও।

আইপিএলের নিয়ম অনুযায়ী কোয়ারেন্টাইনে থাকার সময় তাঁদের কোভিড টেস্ট করা হবে। প্লেয়াররা তখুনি মাঠে অনুশীলন করতে নামতে পারবেন, যখন তাঁরা নেগেটিভ হবেন। সিএসকে টুর্নামেন্টের অনুশীলন শুরু করে দিয়েছিল৷ চেন্নাই ছাড়া আরও কয়েকটি দলও অনুশীলন শুরু করেছে৷

এদিকে আরসিবি নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে বিরাট কোহলি ও কয়েকজন দলের সদস্যের ছবি দিয়েছিল, সেখানে বলা হয়েছিল তাদের কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ৷

৫৩ দিন ধরে ৬০ টি ম্যাচ খেলার কথা৷ তিনটি ভ্যেনু হল দুবাই, আবুধাবি ও শারজা৷

২০১৪ সালে ইউএই-তে আইপিলএল আয়োজন হয়েছিল কারণ সে বছর ভারতে ছিল লোকসভা নির্বাচন৷২০-২০ ক্রিকেট বিশ্বকাপ অস্ট্রেলিয়ার পিছিয়ে যাওয়ায় একটা ফাঁকা সময় তৈরি হয়েছে আর সেই উইন্ডোতেই আইপিএল আয়োজনের আসরে নেমেছে বিসিসিআই৷ এই টুর্নামেন্ট প্রাথমিকভাবে মার্চ থেকে মে মাসের মধ্যে হওয়ার কথা ছিল৷ কিন্তু করোনা অতিমারীর জেরে তা পিছিয়ে যায়৷

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes