jamdani

স্বস্তির আবহাওয়া সিএসকে শিবিরে: আজই ঘোষণা আইপিএল-এর সূচি

আগামী ১৯ সেপ্টেম্বর মুম্বই এবং চেন্নাইয়ের ম্যাচ দিয়েই এবছরের আইপিএল শুরু হতে আরও কোনও বাধা থাকল না৷ চেন্নাই সুপার কিংস দলের যে সদস্যরা কোয়ারেন্টাইনে ছিলেন না, তাঁদের সর্বশেষ করোনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ৷ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন আজ, শুক্রবার প্রকাশিত হতে পারে ২০২০ সালের আইপিএল সূচি৷

চেন্নাই শিবিরের দুই ক্রিকেটার দীপক চাহার এবং রুতুরাজ গায়কোয়াড় করোনা আক্রান্ত হয়েছিলেন৷ তাঁরা এখনও কোয়ারেন্টাইনে থাকলেও দলের বাকি সদস্যদের আর অনুশীলনে নেমে পড়ার ক্ষেত্রে বাধা নেই৷ ফলে স্বস্তিতে বিসিসিআই-ও৷

চেন্নাই শিবিরে করোনা হানার পরই সূচি প্রকাশের দিন পিছিয়ে দেয় বিসিসিআই৷ কারণ সিএসকে-র দুই ক্রিকেটার সহ ১৩ জন সদস্য করোনা আক্রান্ত হওয়ার ধাক্কা সামলে চেন্নাই উদ্বোধনী ম্যাচে নামতে পারবে কিনা, তা নিয়েই সংশয় দেখা দিয়েছিল৷ চেন্নাই শিবিরের দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্টের জন্য অপেক্ষা করছিল বিসিসিআই৷

তবে প্রস্তুতির দিক থেকে এখনও পিছিয়েই রয়েছে সিএসকে৷ কারণ প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স গত এক সপ্তাহ ধরে অনুশীলন করছে৷ এখনও কোয়ারেন্টাইনে রয়েছেন দলের নির্ভরযোগ্য পেসার দীপক চাহার৷ আবার অভিজ্ঞ স্পিনার হরভজন সিং-ও এ বছর আইপিএল খেলবেন কি না সেটা নিশ্চিত নয়৷  দেশে ফিরে এসেছেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান সুরেশ রায়না৷

ফাইল চিত্র

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes