jamdani

অস্কারে ভারতের জয়জয়কার

এই বছর ৯৫তম অস্কারে ভারতীয় সিনেমার জয়জয়কার দক্ষিণের ছবি ‘আর আর আর’-এর অরিজিন্যাল ‘নাটু নাটু’গান ও ডকুমেন্টারি ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর হাত ধরে। বিশেষ করে গোল্ডেন গ্লোভ জেতার পর থেকেই রাজামৌলি পরিচালিত এই ‘আর আর আর’ ছবি নিয়ে প্রত্যাশা ছিল তুঙ্গে। ভারতের অফিশিয়াল অস্কার বিভাগে মনোনয়ন পায়নি ‘আর আর আর’। তার বদলে গুজরাটি ছবি ‘চেলো শো’-কে পাঠানো হয়। অন্যদিকে রাজামৌলি সরাসরি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর এই সিদ্ধান্ত কতটা ঠিক ছিল তা আজ প্রমাণিত হোল অরিজিন্যাল সং বিভাগে ‘নাটু নাটু’গানের জন্য গীতিকার চন্দ্রবোস এবং সুরকার এমএম কিরাভানির হাতে পুরস্কার ওঠার পর।

প্রথমে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ তথ্যচিত্রের নাম ঘোষিত হয়।  অনাথ এক হস্তিশাবক রুঘুর কাহিনি নিয়ে তৈরি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। তামিলনাড়ুর এক দম্পতি বোম্মন আর বেল্লি যাঁকে উদ্ধার করে সন্তানস্নেহে বড় করে তোলে। মানুষ ও পশুর এই সম্পর্কের কাহিনি বিশ্বের দরবারে তুলে ধরেই অস্কারের সোনালি পুতুলকে হাতে পেয়েছেন পরিচালক কার্তিকী গঞ্জালভেস এবং প্রযোজক গুণীত মোঙ্গা। অস্কার মঞ্চে কার্তিকীর কণ্ঠে ছিল ‘আমার মাতৃভূমি ভারতবর্ষের জন্য’-র বার্তা। তথ্যচিত্রের টিমকে সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা বার্তা পাঠায় টিম ‘আরআরআর’।

সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা বার্তার বন্যা ‘আরআরআর’ এবং ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ টিমকে। অভিনেতা অজয় দেবগন যিনি ‘আরআরআর’ ছবির অংশও, শুধু নিজের সিনেমার গান ‘নাটু নাটু’-কেই অভিনন্দন জানাননি, সেইসঙ্গে ভারতীয় বংশোদ্ভূত কার্তিকী গঞ্জালভেসের তৈরি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্মের পুরস্কার পাওয়ার কথা উল্লেখ করে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

হৃত্বিক রোশন, আলিয়া ভাট (যিনি ছবির অংশও), কঙ্গনা রানাওয়াত, চিরঞ্জীবী, রাণা দুগগাবতি-র মতো অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। শুধু পুরস্কারই নয়, এদিন অস্কার মঞ্চে ‘নাটু নাটু’ গানে মঞ্চ মাতান লরেন গটলিব। যা ঘোষণা করেন নায়িকা দীপিকা পাডুকোন।

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes