jamdani

ICU-তে রেমো ডি’সুজা

বলিপাড়ায় ফের দুঃসংবাদ। জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক রেমো ডি’সুজা আচমকাই হৃদরোগে আক্রান্ত । সম্প্রতি মুম্বাইয়ের কোকিলাবেন হাসাপাতালে আইসিইউতে ভর্তি রেমো। তাঁর স্ত্রী লিজেল ডি’সুজা জানান, ”রেমোর হৃদযন্ত্রে একটা ব্লকেজ রয়েছে। চিকিৎসকরা অ্যাঞ্জিওগ্রাফি করেছেন। এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন পরিচালক রেমো ডি’সুজা । প্রার্থনা করুন। পরবর্তী ২৪ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ বলেছেন চিকিৎসকেরা।” ৪৬ বছরের রেমো বলিউডের বহু হিট গানের কোরিওগ্রাফি করেছেন । এছাড়াও ডান্স রিয়ালিটি শো-এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। পাশাপাশি, বেশ কয়েকটি ছবির পরিচালনা করেও আলাদা করে নজর কেড়েছেন। সম্প্রতি রেমো জানিয়েছিলেন তিনি খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খানের বায়োপিক বানাতে চান। তবে আচমকা এই দুঃসংবাদে মন ভার সকলের। এখন একটাই কামনা সুস্থ হয়ে ঘরে ফিরে আসুক রেমো।

 

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes