jamdani

কলকাতায় প্রথমবার কেক নিলাম, দুঃস্থদের পাশে কেয়া শেঠ

মিষ্টিতে মিষ্টি হাসি ফুটুক দুঃস্থদের। একদিকে ফেস্টিভ মুড, তার উপর ২৫ শে ডিসেম্বরের কেক মরশুম। এই কথাকেই মাথায় রেখে প্রথমবার কলকাতার বুকে অনুষ্ঠানিকভাবে সম্পন্ন হল কেয়া শেঠ অদ্বিতীয়া কেক কার্নিভাল ২০২১। যার মূল উদ্দ্যোক্তা কেয়া শেঠ। তিনি জানান, তাঁর উদ্যোগে অনুষ্ঠিত এই কার্নিভালটির যে সব কেক-ই নিলাম হয়েছে, তার গোটা অর্থই তিনি দান করবেন দুঃস্থদের। আর এই উদ্দেশ্যেই তাঁর এই উদ্যোগ।

যেখানে বিচারক পদে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক মদন মিত্র, রাজ্যের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক সোমা লাহিড়ী সহ দু’ই রন্ধন বিশেষজ্ঞ শর্মিষ্ঠা দে ও বিপাশা মুখার্জি। মোট ৩২ জন প্রতিযোগী উপস্থিত ছিলেন এই প্রতিযোগীতায়। প্রায় দুপুর দু’টো থেকে ৪টে পর্যন্ত চলে এই প্রতিযোগীতা। তারপর আসে সেই শুভক্ষণ। যেখানে লক্ষ্য করা যায়, বিচারকরা অনেক ক্ষেত্রেই তাদের ফলাফল ঘোষণায় বেশ কনফিউশ হয়ে পড়েন। কারণ সেখানে নানা সাজে প্রত্যেকটি টেবিলে সেজে ওঠে কেকের পসরা। নলেন গুড় থেকে শুরু করে চকলেট, ভ্যানিলা, বাটারস্কচ আরও হরেক রকমের সুস্বাদু ফ্লেভারে ভরে উঠেছিল ২২ শে ডিসেম্বরের কেক সন্ধ্যা। যার মধ্যে থেকে প্রথম তিন জনকে বেছে নেওয়া যথেষ্টই কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছিল বিশেষজ্ঞদের মতে। তবে তার মধ্যে প্রথম হন পরমজিত কাউর চৌধুরী, দ্বিতীয় অনুরাধা কোনার, তৃতীয় মুনমুন সূত্রধর। যাদের কেক নিলামে ওঠে এদিন। যার নিলাম মূল্য, ৮ হাজার, ৪হাজার ৫শত ও ৪ হাজার টাকা ধার্য হয়। এছাড়াও প্রায় প্রত্যেকটি কেকই নিলামে ওঠে এদিন। এবং এই নিলামের গোটা মূল্যই সংগ্রহ করে দুঃস্থদের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসেন কেয়া শেঠ। তাঁর এই মহান উদ্যোগকে কুর্নিশ জানান এই অনুষ্ঠানে উপস্থিত থাকা বিচারক থেকে শুরু করে প্রতিযোগী সকলে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes