jamdani

বর চাই বর?

এদেশের মতো ৪৯৮(এ)র মতো কড়া দাওয়াই নয়। শারীরিক বা মানসিক নির্যাতনের কোনও অভিযোগও নয়। স্বামীর অবজ্ঞার সপাট জবাব, একেবারেই স্বামীকেই চালান করে দেওয়া! একটু খোলসা করে বলি, রাগে, দুঃখে বিজ্ঞাপন দিয়ে স্ত্রী লিখলেন ‘হাসব্যান্ড ফর সেল’!

রীতিমতো সাজিয়ে গুছিয়ে নিজের স্যোশাল সাইটের পেজ-এ স্বামীকে বিক্রির বিজ্ঞাপনই দিয়ে দিলেন স্ত্রী। স্ত্রী-এর ক্ষোভ-এর কারণ, দীর্ঘদিন ধরে স্বামীর অবজ্ঞা, স্ত্রী’কে কার্যত পাত্তা না দেওয়া, উদাসীন মনোভাব ইত্যাদি।

ঘটনাটা এদেশে হলে এতক্ষণে স্যোশাল মিডিয়া নয় মূল ধারার সংবাদ মাধ্যম খবরের কাগজ, টেলিভিশনে তুলকালাম হয়ে যেত। থানা পুলিশ, মন্ত্রী সান্ত্রী সব মহলেই ঘুরপাক খেত। বরং আমাদের দেশে আকছাড় উল্টোটাই ঘটে। কিন্তু ঘটনাটি নিউজিল্যান্ডের। সেদেশের বাসিন্দা, লিন্ডা ম্যাকয়ালজার নামে এক মহিলা এই কীর্তিটি করেছেন। শুধু নিজের স্বামীকে বিক্রি করার জন্য স্যোশাল মিডিয়া পেজে শুধু সাজিয়ে গুজিয়ে বিজ্ঞাপন দেওয়াই নয় ওই বিজ্ঞাপনটি যাতে সকলের নজরে আসে সেজন্য ওটি পড়ার জন্য সকলকে রীতিমতো আবেদনও জানিয়েছেন লিন্ডা।

ধন্যি স্ত্রী! তাজ্জব করে দিলেন বটে!

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes