jamdani

হানিমুন ডেস্টিনেশন (পর্ব – ২)

১ম পর্বের পর…

মুন্নার

কেরলের ইডুক্কি জেলার হিল স্টেশন হল মুন্নার। দক্ষিণ ভারতের কাশ্মীর বলা হয় এই ইডুক্কিকে। পশ্চিমঘাট পর্বতমালার এই জায়গাটিকে বেছে নিতে পারেন হানিমুনের জন্য।

কীভাবে যাবেনঃ কোচিন হল মুন্নারের সব থেকে কাছের বিমানবন্দর এবং মুন্নার থেকে ১১০ কিলোমিটার দূরে অবস্থিত আলুভা হল সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন।

বেস্ট এক্সপেরিয়েন্সঃ পশ্চিমঘাট পর্বতমালা, চা বাগান, ওয়াইল্ডলাইফ, এরাভিকুরম ন্যাশনাল পার্ক, আনামুদি, দেবীকুলাম।

হানিমুন ডিউরেশনঃ ৫-৬ দিন।

হানিমুন প্যাকেজঃ ৮০০০ টাকা থেকে শুরু।

কুর্গ

ভালোবাসার মানুষটির সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে যেতে পারেন ভারতের ‘স্কটল্যান্ড’, কুর্গে। সবুজের মাঝে কয়েকটা দিন হয়ে উঠতে পারে অবিস্মরণীয়।

কীভাবে যাবেনঃ কুর্গের সবচেয়ে কাছে অবস্থিত এয়ারপোর্ট ম্যাঙ্গালোর। কলকাতার নেতাজী সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পেয়ে যাবেন ম্যাঙ্গালোরের ডিরেক্ট ফ্লাইট। এছাড়াও হাওড়া স্টেশন থেকে মাইসোরের ট্রেনে চেপে পৌঁছাতে পারেন কুর্গ।

বেস্ট এক্সপেরিয়েন্সঃ ঐতিহাসিক স্থান, কফি বাগান, ঝর্ণা, ট্রেকিং, ওয়াইল্ডলাইভ, হাইকিং, বিভিন্ন প্রজাতির পাখি।

হানিমুন ডিউরেশনঃ ৫-৬ দিন।

হানিমুন প্যাকেজঃ ১০,০০০ টাকা থেকে শুরু।

https://www.keyaseth.in/products/skin-defence-orange-body-oil

তাওয়াং

খুব কম কাপল আছে যারা হানিমুন ডেস্টিনেশন হিসেবে বেছে নেন তাওয়াংকে। সুন্দর চেরি ফুলের নীচে ভালোবাসার মানুষটির সঙ্গে কাটেতে পারেন অনেক মধুময় সময়।

কীভাবে যাবেনঃ অসমের তেজপুরে সালোনিবাড়ি এয়ারপোর্ট হল তাওয়াং-এর সবচেয়ে কাছের বিমানবন্দর এবং রেল স্টেশন হল উদলগুরি।

বেস্ট এক্সপেরিয়েন্সঃ বরফে ঢাকা পাহাড়, বৌদ্ধবিহার, ওয়ার মেমোরিয়াল, ইন্দো-চিন বর্ডার, ট্রেকিং, স্থানীয় সংস্কৃতি।

হানিমুন ডিউরেশনঃ ৪-৫ দিন।

হানিমুন প্যাকেজঃ ১০,০০০ টাকা থেকে শুরু।

আগ্রা

আগ্রার অনন্য মুঘল স্থাপত্যগুলোকে সাক্ষী রেখে এনজয় করুন একটি শাহি হানিমুন ট্যুর।

কীভাবে যাবেনঃ নেতাজী সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্রথমে যেতে হবে দিল্লি এয়ারপোর্ট। তারপর বাস অথবা ট্রেনে চেপে যেতে পারবেন আগ্রা। এছাড়া হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে আগ্রাগামী ডিরেক্ট ট্রেন পেয়ে যাবেন।

বেস্ট এক্সপেরিয়েন্সঃ তাজমহল ও অন্যান্য ঐতিহাসিক ফোর্ট, মুঘল ইতিহাস, লাক্সারি রিসর্ট।

হানিমুন ডিউরেশনঃ ৪-৫ দিন।

হানিমুন প্যাকেজঃ ১০,০০০ টাকা থেকে শুরু।

শিলং

এখানে একবার গেলে জানতে পারবেন কেন শিলিংকে পূর্ব ভারতের স্কটল্যান্ড বলা হয়। প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি রাস্তা, কলোনিয়াল সময়ের চার্ম শিলং শহরটিকে একটি পারফেক্ট রোমান্টিক হানিমুন ডেসটিনেশনে পরিণত করেছে।

কীভাবে যাবেনঃ বিমান বা ট্রেনে যেতে হলে আপনাকে পৌঁছাতে হবে গুয়াহাটি। সেখান থেকে বাস বা ট্যাক্সিতে পৌঁছাতে পারবেন শিলং।

বেস্ট এক্সপেরিয়েন্সঃ পাহাড়ের নির্জনতা, ঝর্ণা, পাইন গাছ, ট্রেকিং, শপিং, নাইটলাইফ, স্থানীয় সংস্কৃতি।

হানিমুন ডিউরেশনঃ ৫-৬ দিন।

হানিমুন প্যাকেজঃ ৮০০০ টাকা থেকে শুরু।

আউলি

দেশের মধ্যে স্কিয়িং করার আদর্শ জায়গা হল আউলি। উত্তরাখণ্ডের এই জায়গাটি ওক গাছের জঙ্গলে ঘেরা। অ্যাডভেঞ্চারপূর্ণ হানিমুনের ছুটি কাটাতে হলে আউলি হল আদর্শ ডেস্টিনেশন।

কীভাবে যাবেনঃ

কলকাতা থেকে বিমানে দেরাদুনের জলি গ্রান্ট এয়ারপোর্ট গিয়ে, সেখান থেকে বাস বা ট্যাক্সিতে পৌঁছাতে হবে আউলি।

বেস্ট এক্সপেরিয়েন্সঃ স্কিয়িং, হাইকিং, কেবল কার, বরফে ঢাকা পাহাড়।

হানিমুন ডিউরেশনঃ ৪-৫ দিন।

হানিমুন প্যাকেজঃ ১০,০০০ টাকা থেকে শুরু।

ডালহৌসি

ডালহৌসির পাইন পরিবেষ্টিত পাহাড় ও কুয়াশামাখা ঠান্ডা আবহাওয়া হানিমুনের জন্য আদর্শ জায়গা। কলোনিয়াল নির্মানগুলোর সঙ্গে পাহাড়ের মনোরম সৌন্দর্য মন্ত্রমুগ্ধের মতো ভালো লাগবে।

কীভাবে যাবেনঃ কলকাতা থেকে যেতে হবে জম্মু অথবা অমৃতসর। তারপর ট্যাক্সি ভাড়া করে পৌঁছাতে পারবেন ডালহৌসি। এছাড়া হাওড়া অথবা শিয়ালদা থেকে ট্রেনে পৌঁছাতে পারেন দিল্লি। সেখান থেকে যেতে হবে পাঠানকোট। তারপর ট্যাক্সি ভাড়া করে পৌঁছান ডালহৌসি।

বেস্ট এক্সপেরিয়েন্সঃ বরফে ঢাকা পাহাড়, ট্রেকিং, হাইকিং, কলোনিয়াল নির্মান, প্রাকৃতিক সৌন্দর্য।

হানিমুন ডিউরেশনঃ ৪-৫ দিন।

হানিমুন প্যাকেজঃ ১৫,০০০ টাকা থেকে শুরু।

লোনাভলা

হানিমুনে রোমান্টিক সময় কাটাবার মতো এমন জায়গা খুব কমই আছে। পশ্চিমঘাট পর্বতমালার নির্জন সৌন্দর্য হানিমুন কাপলদের মুগ্ধ করবেই।

কীভাবে যাবেনঃ কলকাতা থেকে নেতাজী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে থেকে পৌঁছাতে হবে মুম্বই এয়ারপোর্ট। তারপর রাজকোট এক্সপ্রেস ট্রেনে করে যেতে হবে লোনাভলা। এছাড়া ট্রেনে যেতে চাইলে, প্রথমে মুম্বই গিয়ে সেখান থেকে একই পদ্ধতিতে পৌঁছাতে হবে লোনাভলা।

বেস্ট এক্সপেরিয়েন্সঃ সবুজ পাহাড়, ঝর্ণা, দুর্গ, পশ্চিমঘাট পর্বত।

হানিমুন ডিউরেশনঃ ৪-৫ দিন।

হানিমুন প্যাকেজঃ ১০,০০০ টাকা থেকে শুরু।

গুলমার্গ

গুলমার্গের ফুলের শোভা হানিমুন কাপলদের মধ্যে নিয়ে আসবে সমস্ত রকমের রোমান্টিক ইমোশন।

কীভাবে যাবেনঃ গুলমার্গের সবচেয়ে কাছের এয়ারপোর্টটি শ্রীনগরে অবস্থিত এবং রেলওয়ে স্টেশনটি জম্মুর উধমপুড়ে অবস্থিত।

বেস্ট এক্সপেরিয়েন্সঃ বরফে ঢাকা পাহাড়, স্কি-রিসর্ট, ফুলের শোভা, ট্রেকিং, হাইকিং, গন্ডোলা হাউস।

হানিমুন ডিউরেশনঃ ৫-৬ দিন।

হানিমুন প্যাকেজঃ ১৫,০০০ টাকা থেকে শুরু।

 

 

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes