jamdani

এভাবেই যত্ন নিন প্রিয় বেনারসির

বেনারসি মানেই আভিজাত্যপূর্ণ। এই শাড়ি রঙ-রূপে যেমন সুন্দর, তেমনই জটিল এর তৈরি প্রক্রিয়া। এই জমকালো শাড়ি প্রস্তুতের মূল উপাদান হল জরি এবং কাঁচা রেশমি সুতোসাধারণত হালকা নকশাওয়ালা বেনারসি বুনতে একজন কারিগরের সময় লাগে মোটামুটি ১ সপ্তাহ। আর যদি কারুকাজ খুব সূক্ষ্ম এবং বেশি হয় তাহলে তা প্রস্তুতে সময় লেগে যায় একাধিক মাস। তাই বেনারসির সৌন্দর্যকে বজায় রাখতে বিশেষ যত্নও নেওয়া প্রয়োজন। কীভাবে নেবেন যত্ন, রইল টিপস।

বেনারসি শাড়ির যত্ন

  • পছন্দের জমকালো বানারসি শুধু কিনলেই হবে না, নিতে হবে তার উপযুক্ত যত্ন। বেনারসি শাড়ি পরার পর ঘরে না কেচে সবসময় ড্রাই ওয়াশ করতে হবে।
  • বছরে অন্তত একবার পলিশ করাবেন। এতে বেনারসি আরও উজ্জ্বল হবে।
  • আলমারিতে রাখার সময় খেয়াল রাখবেন যাতে ভাঁজ না নষ্ট হয়ে যায়।
  • পোকামাকড় এড়াতে ন্যাপথালিন বা অন্যান্য কীটনাশক ব্যবহার করা আবশ্যক।
  • দীর্ঘদিন বদ্ধ জায়গায় না রেখে, মাঝেমধ্যে আলো-বাতাস লাগাবেন।
  •  বেনারসি পরার পর বাড়ি এসেই শাড়ি ভাঁজ করবেন না, কিছুক্ষণ হাওয়ায় খুলে রাখুন। তারপর ভাঁজ করে ড্রাইওয়াসের জন্য পাঠান।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes