সারাবছর তো বটেই, বিয়ে বা কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় অনেকেই নিজের ওজন নিয়ে খুব সমস্যায় ভোগেন। আবার অনেকে আছেন যারা এতটাই হেলদি যে নিজেকে ছিমছাম করে তুলতে পারেন না কিছুতেই। আপনি হয়তো ভাবছেন কীভাবে নিজেকে স্লিম দেখাবেন! তাই তো ? আসুন দেখে নেওয়া যাক।
যাদের শরীর কিছুটা মেদবহুল তারা হালকা রঙের পোশাক এড়িয়ে চলুন। নিজের জন্য গাঢ় শেডটা বেছে নিন। এতে কিছুটা স্লিম দেখাবে আপনাকে। যারা ওজনের সমস্যায় ভুগছেন তারা যতটা সম্ভব আঁটোসাটো পোশাক এড়িয়ে চলুন। খুব বড়ো গলাকাটা বা হাতকাটা পোশাকও পরবেন না। এতে আপনাকে অনেকটা স্লিম মনে হবে।
মেকআপের ক্ষেত্রে মুখ কিছুটা চাপা দেখানোর জন্য ত্বকের চাইতে এক শেড গাঢ় প্যান কেক দিয়ে গালের দুই পাশ চাপিয়ে নিন। এরপর ত্বকের রঙ-এর ফেস পাউডার দিয়ে উপরে প্রলেপ লাগিয়ে নিন। তাহলে মুখের দুই পাশ ও ডাবল চিন কিছুটা কম বোঝা যাবে।
যারা সানগ্লাস বা চশমা পরেন তাঁরা বড় আকৃতি ফ্রেম নির্বাচন করুন। বেশি ছোট ফ্রেম নির্বাচন করলে মুখের আকৃতি আরো বড় দেখাবে। তাছাড়া যাদের শরীর মেদবহুল তাঁরা খুব বেশি চিকন হিল পরবেন না। খুব বেশি চিকন হিল পড়লে দেখতে বেমানান লাগবে।
[caption id="attachment_3054" align="aligncenter" width="640"] ছেলে: অ্যাসিমেট্রিক এন্ডের বন্ধগলায়... Read More
ফ্যাশন মানেই কেতাদুরস্ত থাকা, কেবল সেটা নয়। ফ্যাশন মানে আপাদমস্তক... Read More
বাঙালির ফ্যাশন কনশাসনেস বোঝা যায় বিয়ে বাড়ির সাজ দেখে। এই... Read More
শীতকাল এলেই রঙিন পোশাকে সেজে ওঠে চারদিক। অনেক ফ্যাশন ডিজাইনার... Read More
আমাদের দৈনন্দিন জীবনে সবসময়ে শাড়ি পরা না হলেও যে-কোনও অনুষ্ঠানে... Read More
আজ কালীপূজা। মা কালীর আগমনের সঙ্গে চারিদিক সেজে উঠছে আলোর... Read More
কলমকারি ব্লাউজ, কলমকারি শাড়ি, কলমকারি স্কার্ট, কলমকারি কুর্তি, সবই আমরা... Read More