jamdani

বাড়িতেই বানিয়ে নিন শিট মাস্ক

সুন্দর এবং উজ্জ্বল ত্বকের জয় সর্বত্র। তবে আজকালকার হেকটিক স্ট্রেস ফিল্ড লাইফস্টাইল আর তার সঙ্গে পলিউশনের নেগেটিভ এফেক্টস সামলে ত্বক ভালো রাখাও সহজ নয়।

কিন্তু এই লাইফস্টাইল এবং পলিউশনের মধ্যে থেকেও ত্বক ভালো রাখার জাদুকাঠি লুকিয়ে রয়েছে বিভিন্ন অ্যাডভান্সড ফেস প্যাকের নিয়মিত ব্যবহারে। ভালো ব্র্যান্ডের শিট মাস্ক যথেষ্ট এক্সপেনসিভও বটে। তাই একটু সময় দিয়ে নিজেই ঘরের বানিয়ে ফেলুন শিট মাস্ক। তবে হ্যাঁ, এই ঘরে বানানো শিট মাস্ক বানানোর সঙ্গে সঙ্গেই ব্যবহার করে ফেলতে হবে, প্রিজার্ভ করে রেখে পরে ব্যবহার করার প্ল্যান না করাই ভালো।

স্কিন লাইটেনিং এবং ব্রাইটেনিং শিট মাস্ক

উপকরণ : অ্যালোভেরা জেল ১ চা চামচ, গ্রিন টি-১টি টি ব্যাগ, ঘরে কাটা ছানার জল, পাকা পেঁপে ১ টুকরো, কমপ্রেসড শিট মাস্ক বা শুকনো ফেসিয়াল ওয়াইপ

পদ্ধতি :

  • ১/২ কাপ গরম জলে গ্রিন টি-র টি ব্যাগটি ৫ মিনিট ভিজিয়ে রাখুন। বের করে ঠান্ডা করে নিন। পাপা পেঁপের টুকরোটি খুব ভালো করে স্ম্যাশ করে নিয়ে, পরিষ্কার ছাঁকনি বা কাপড় দিয়ে ছেঁকে রস আলাদা করে নিন।
  • একটি পরিষ্কার পাত্রে এক চা চামচ অ্যালোভেরা জেল, ১ চা চামচ গ্রিন টি, এক চা চামচ ঘরে কাটা ছানার জল এবং পেঁপের রম নিয়ে ভালো করে মিশিয়ে নিন।
  • এই মিশ্রণে কমপ্রেসড শিট মাস্কটি ফেলে দিন। যদি শুকনো ফেসিয়াল ওয়াইপ ব্যবহার করেন, সেক্ষেত্রে আগে মুখের আকারে কেটে ফেলুন। এরপর বানানো সিরামটিতে ডুবিয়ে রাখুন।
  • মাস্কটি সিরাম অ্যাবসর্ব করে নিলে সেটিকে সিরাম থেকে তুলে শুকনো মুখে লাগান।
  • ২৫ থেকে ৩০ মিনিট শিট মাস্কটি মুখে রাখার পর রিমুভ করে ডিসপোস করুন এবং মুখে লেগে থাকা অতিরিক্ত সিরাম হালকা হাতে মাসাজ করে মুখে বসিয়ে নিন।
  • চটজলদি গ্লো এবং ব্রাইটনেস আনতে নিয়মিত ব্যবহার করুন এই শিট মাস্ক।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes