jamdani

নব বধূর হাতের ছোঁওয়ায় ঘরও সাজুক নব রূপে

নতুন জীবন, নতুন ঘর। সব মিলিয়ে নব বিবাহিত দম্পতিদের দিনগুলো কেটে যায় স্বপ্নের মতো। এই স্বপ্নকে মধুরতম করে তুলতে চাই ছবির মতো সুন্দর একটি বাড়ি, যা তাদের যৌথ জীবনে যোগ করবে বাড়তি মাত্রা। সকলের জীবনেই সুন্দর একটা বাড়ির গুরুত্ব অপরিসীম। তাই বিয়ের এই মরশুমে ঘর সাজানোর নানা টিপস রইল নতুন বর ও বধূর জন্য।

  • প্রথমেই খেয়াল রাখুন ঘরের রঙের দিকে। আপনাদের প্রেমোষ্ণ জীবনের কথা মাথায় রেখে উষ্ণ রঙে দেওয়াল ভরিয়ে তুলতেই পারেন। তবে অবশ্যই দু’জনে আলোচনা করে সিদ্ধান্ত নিন। কারণ অনেকেই কুল কালার পছন্দ করেন।
  • আজকাল ছোট ফ্ল্যাটে বসবাস। তাই সিঁড়ির তলায় জুতো রাখার সুযোগ নেই। ঘরে ঢোকার মূল দরজার পাশেই বানিয়ে নিন শু-র‍্যাক। আধুনিক ফার্নিচারের দোকানগুলোতে আপনাদের প্রয়োজন ও পরিসর অনুযায়ী শু-র‍্যাক বানান, ডিজাইনেই ব্যাপারে এরাই আপনাকে সাহায্য করবে।
  • শু-র‍্যাকের একপাশে প্রয়োজন মতো ছাতা, অফিস ব্যাগ এইসব ভরে রাখার ব্যবস্থা করে নিন। জানবেন, এর ফলে ঘর পরিষ্কার ও গুছিয়ে রাখার কাজ অনেকখানিই সারা হয়ে গেল।

  • নতুন বিয়ের পর বাড়িতে অতিথি সমাগম লেগেই থাকে। তাই বসার ঘরটাকে সুন্দর করে সাজান। ভাববেন না এর জন্য খুব দামি সোফাসেট, অমূল্য অয়েল পেন্টিং বা শো পিস-এর প্রয়োজন। পুরনো চৌকির পা কেটে নিচু করে নিন, অথবা দেওয়াল ঘেঁষে গদি পেতে করুন বসার ব্যবস্থা। চাদর, কুশন আর তাকিয়ার মিলিত ম্যাজিকে আপনার অতিথি আপ্যায়নের ঘর অনবদ্য রূপ পাবে। ছোটখাটো শো-পিস আর আপনাদের ভালোবাসার উষ্ণ ছোঁওয়ায় ঘর হয়ে উঠবে মায়াময়।
  • আপনার ফ্ল্যাটে বা বাড়িতে যদি একফালি বারান্দা পেয়ে যান, তাহলে তাকে সুন্দর করে সাজান। দু’জনে মিলে বহু রোম্যান্টিক সময় কাটাতে পারেন এখানে। বারান্দায় থাকুক সবুজের আরাম। আর প্রিয় মানুষটির উষ্ণ হাতের আশ্বাস। বাড়ির এই অংশে এসে যেন হাঁফ ছাড়ার স্বস্তি ছুঁয়ে যায় আপনাদের।
  • জানালা-দরজার পর্দা পছন্দ করুন সচেতন হয়ে। এই জিনিসটি ঘরের ভোল পাল্টে দেয় আমূল। নেটের পর্দা ভীষণ রোম্যান্টিক। মেটিরিয়াল হিসেবে নেই ব্যবহার করলে তা দিয়ে হাফ পর্দা বানান, আর পুরো জানালার পর্দা তৈরি করুন তার সঙ্গে মিল রেখে অন্য মেটিরিয়ালে। এছাড়াও নানা ধরণের ইউনিক কাপড় পাবেন। শুরু একটু ঘুরে কিনলেই হল।
  • বিবাহিত জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেডরুম। সুযোগ থাকলে মাঝে মাঝে খাটের অবস্থান পাল্টে স্বাদ বদলের মজা উপভোগ করুন। ভালোবাসার মানুষটির প্রিয় বই বেড সাইড টুল বা হাতের কাছে রেখে দিন। এ হল আপনার ভালোবাসা ও যত্নের বহিঃপ্রকাশ। ক্লান্তি কাটাতে এই ঘরে অবশ্যক তাজা ফুলের সুবাস।
  • এছাড়াও ঘরের দেওয়াল সাজাতে পারেন দু’জনের সুন্দর রঙিন ফটো ফ্রেম দিয়ে।

 

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes