jamdani

দোল স্পেশাল | কাছেপিঠে | দোলের ছুটি কাটুক গোলপাতার ছায়ায়

রুমা প্রধান

প্রকৃতি এবং অ্যাডভেঞ্চারকে একসঙ্গে চান? অথচ হাতে সময় খুব কম! তাহলে দোলের ২ দিনের ছুটিতে আপনার গন্তব্য হতে পারে ‘গোলপাতার জঙ্গল’। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট সাব ডিভিশন, হাসনাবাদের অন্তর্গত এই জায়গা ‘মিনি সুন্দরবন’ নামেও পরিচিত। চারিদিকে সবুজ গাছপালা, খোলা আকাশ আর ঠাণ্ডা বাতাসে মন-প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। নিরিবিলি এই জঙ্গল একেবারেই কোলাহল মুক্ত।

গোলপাতা গাছের আধিক্যের জন্যই এই জায়গাটির নাম এমন। পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই জঙ্গলের মাঝ থেকে আপন ছন্দে বয়ে চলেছে ইছামতী নদী। শান্তিপূর্ণভাবে সময় কাটানোর জন্য জায়গাটি একেবারে আদর্শ।

কীভাবে যাবেন?

নিজের গাড়িতেও যেতে পারেন অথবা, শিয়ালদহ থেকে টাকি রেলওয়ে স্টেশন পর্যন্ত যেকোনও লোকাল ট্রেনে যাওয়া যায়। চাইলে বাসেও যেতে পারবেন, সেক্ষেত্রে বারাসাত বা ধর্মতলা থেকে টাকি রোড যাওয়ার বাস ধরতে হবে।

টাকি পৌঁছে সেখান থেকে ভ্যান বা টোটোয় চেপে যেতে পারবেন গোলপাতার জঙ্গলে।

কী কী দেখবেন?

প্রথম দিন গিয়ে গোলপাতার জঙ্গলটি ভালো করে ঘুরে দেখতে পারেন। ভিতরে দখবেন সবুজে ঘেরা পরিবেশ। চারিদিকে গোলপাতার গাছের ঝোপ। তবে এক্ষেত্রে অবশ্যই নিজের আধার কার্ড সঙ্গে রাখবেন। যেহেতু পুরো জায়গাটি সীমান্তে অবস্থিত তাই আইডি প্রুফ ছাড়া বিএসএফ ক্যাম্প থেকে জঙ্গলে ঢুকতে দেবে না। জঙ্গলের পাশ থেকেই বয়ে গেছে ইছামতী নদী। মজার বিষয় হল নদীর দু’পাড়ে দুই দেশ। তাই নিরাপত্তাও কড়া। নদীটিকে আন্তর্জাতিক সীমানা হিসেবে বিবেচনা করা হলেও তার পাশঘেঁষে কোনও কাঁটা তারের বেড়া নেই এবং দুই তীরের মানুষই নদী ব্যবহার করতে পারেন। তবে নদী পারাপার সেখানে কঠোরভাবে নিষিদ্ধ।

দ্বিতীয় দিন আপনি নৌকায় ভ্রমণে বেড়াতে পারেন। দুই দেশের মাঝে থেকে প্রকৃতিকে উপভোগ করার সে এক ভিন্ন অভিজ্ঞতা হবে। সঙ্গে ঘুরে দেখতে পারেন টাকি শহরটিও।

কোথায় থাকবেন?

থাকার জন্য টাকিতে পেয়ে যাবেন অনেক হোটেল, আছে সরকারি আবাসও।

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes