দোল স্পেশাল | সাজুগুজু | সাজুন ওয়েস্টার্নে

jamdani
রুমা প্রধান

দোল মানেই একরাশ রঙিন আনন্দ চারিদিকে। এ’দিন খুদে থেকে বড় সকলেই মেতে ওঠেন রঙ খেলার আনন্দে। যার মূল উদ্দেশ্য, মনে-প্রাণে রঙিন হয়ে ওঠা। তাই আবির হোক বা জল রঙ, খেলার আগে পোশাক বাছাই করুন সঠিকভাবে। দোল উৎসবে যেহেতু পাড়ায় পাড়ায়, ক্লাবে কিংবা বাড়িতে রঙ খেলাসহ বিভিন্ন পার্টি বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকে, তাই দোলের দিন ঠিক কী পরবেন বুঝে উঠতে পারেন না অনেকেই। সেই সমস্যার সমাধানে ‘অদ্বিতীয়া’ ম্যাগাজিনের তরফে থাকল দোলের ফ্যাশন টিপস। আজকে জেনে নিন, ওয়েস্টার্ন পোশাকে কীভাবে নজর কাড়বেন সকলের…

টি-শার্ট ও জিন্স

লাইট শেডের টি-শার্টের সঙ্গে জিন্সের যুগলবন্দী সর্বদা সেরা। তাই দোলের পার্টিতেও জমে যাবে এই আউইফিট।

 

হট প্যান্ট

সাদা টপ, নিয়ন হট প্যান্ট সঙ্গে মেসি হেয়ার বান। এই সিম্পল সাজই নজর কাড়বে সকলের।

শর্টস

হাফ স্লিভ শার্টের সঙ্গে শর্টস প্যান্ট যেমন স্টাইলিশ দেখাবে, পরেও রঙ খেলতে পারবেন কমফর্টেবলি।     

স্লিভলেস টপ ও হ্যাট

স্লিভলেস টপের সঙ্গে টিম-আপ করুন পছন্দসই হ্যাট, দোলের দিন দারুণ মানাবে এই জুরি

  • এছাড়াও পরতে পারেন হোলি স্পেশাল কাস্টোমাইজ টি-শার্টস। যা বর্তমান ফ্যাশনে ভীষণ ট্রেন্ডি।

 

 

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes