jamdani

দোল স্পেশাল | পোষ্যের বিশেষ যত্ন | রঙ দিও না ‘ওদের’

রুমা প্রধান

 

দোল রঙিন, কিন্তু রঙ সকলের জন্য খুশীর নয়। ঠিক বুঝে উঠতে পারলেন না তো কী বলতে চাইছি? আসলে বসন্তের রঙ গায়ে মেখে আমরা রঙ খেলায় মাতলেও ভুলে যাই যে এই কৃত্তিম রঙ সকলের জন্য নয়। কারণ সামান্য রঙই পশু-পাখিদের জন্য বয়ে আনতে পারে অসহনীয় যন্ত্রণা। এমনকি মৃত্যুও। তাই দোলের আগেই জেনে নেওয়া যাক বাড়ির পোষ্য কুকুর বা বিড়ালছানাটির জন্য কী কী সাবধানতা অবলম্বন করবেন…

১. রঙ খেলার জায়গা থেকে পোষ্যকে দূরে রাখুন।

২. পারলে রঙ খেলার সময়টুকু তাদের এমন কোনও জায়গায় রাখুন, যেখানে রঙ লাগবে না।

৩. আপনি রঙ খেলতে গেলে পোষ্যের জন্য পর্যাপ্ত জল এবং খাবার-দাবার ঘরে মজুত রেখে যান। কারণ রঙ খেলতে খলতে আপনি খাবার দিতে এলে সেই রঙ উড়ে খাবারেও পড়তে পারে। সেই খাবার পোষ্যের পেটে গেলে হতে পারে বিপদ।

৪. দুর্ঘটনা বশত পোষ্যের গায়ে রঙ লাগলে তৎক্ষণাৎ পরিষ্কার করে ফেলুন। কোনওভাবে সেই রঙ পোষ্যের চোখ বা পেটে গেলেই চিকিৎসকের পরামর্শ নিন।

৫. বাড়িতে পোষ্য থাকলে রঙ খেলার হলে বাড়ির বাইরে গিয়ে খেলুন। খেলা শেষে ভালো করে স্নান করে, পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে তবেই বাড়িতে ঢুকবেন। এতে বাড়ির ভিতর রঙ ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকবে না।

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes