দোল স্পেশাল | সাজুগুজু | ছোটদের সাজ

jamdani
রুম প্রধান

দোল মানেই একরাশ রঙিন আনন্দ চারিদিকে। এ’দিন খুদে থেকে বড় সকলেই মেতে ওঠেন রঙ খেলার আনন্দে। যার মূল উদ্দেশ্য, মনে-প্রাণে রঙিন হয়ে ওঠা। তাই আবির হোক বা জল রঙ, খেলার আগে পোশাক বাছাই করুন সঠিকভাবে। দোল উৎসবে যেহেতু পাড়ায় পাড়ায়, ক্লাবে কিংবা বাড়িতে রঙ খেলাসহ বিভিন্ন পার্টি বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকে, তাই দোলের দিন ছোটদের ঠিক কী পরবেন বুঝে উঠতে পারেন না অনেকেই। সেই সমস্যার সমাধানে ‘অদ্বিতীয়া’ ম্যাগাজিনের তরফে থাকল ছোটদের দোলের ফ্যাশন টিপস।

ফুল-স্লিভ টপ ও প্যান্ট

সন্তানের জন্য বেছে নিতে পারেন উজ্জ্বল রঙের ফুল-স্লিভ টপ ও প্যান্ট। এটা দেখতেও ভালোলাগবে পাশাপাশি শরীরে রঙও কম লাগবে।

স্লিভলেস টপ ও শর্ট

স্লিভলেস টপের সঙ্গে কনট্রাস্ট শর্টের যুগলবন্দী রঙ খেলার মুহূর্তকে আরও রঙিন করে তুলবে।

পলিয়েস্টার আউটফিট

পরাতে পারেন পলিয়েস্টার কাপড়ের পোশাকের সঙ্গে মাথায় একটা টুপি এবং চোখে একটা সানগ্লাস। কারণ এই কাপড়ে অপেক্ষাকৃত কম জল ধরে। অন্যদিকে টুপি ও চশমা রঙের হাত থেকে চুল এবং চোখকে দেবে সুরক্ষা। তবে যাই বলুন, আপনার খুদের এই সাজ টেক্কা দেবে বড়দেরও।

টপ-প্যান্ট ও রেইনবো উইগ

লাইট শেডের টপ ও প্যান্টের সঙ্গে মাথায় পরান রামধনু রঙের উইগ। এটা দেখতে লাগবে ভীষণ ফাঙ্কি এবং কালারফুল, পাশাপাশি হোলি স্পেশাল এই উইগ রঙ থেকে চুলকে সুরক্ষা দেবে।

সদা কুর্তা ও প্যান্ট

ছেলে হোক বা মেয়ে কুর্তা-প্যান্টের কম্বিনেশন কিন্তু দোলের সাজে দারুণ মানাবে। এক্ষেত্রে মেয়েদের ওড়নাটা বেছে নেবেন রঙিন। বাকি পোশাক তো এমনিতেই রঙিন হয়ে যাবে।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes