jamdani

দোল স্পেশাল | টিপস | বাড়িতেই বানান ধনিয়া-পালং দিয়ে সবুজ হার্বাল আবির

রুমা প্রধান

অনেকে দোলের দিন আবির খেলতে পছন্দ করলেও ক্ষতিকারক রাসায়নিকের ভয়ে আবির খেলা এড়িয়ে যান। তবে এ নিয়ে মন খারাপ আর নয়, সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে বাড়িতেই বানিয়ে ফেলুন পছন্দসই রঙের আবির। যা ক্ষতিকারক তো নয়ই বরং বানানোও সহজ। আজ তবে জেনে নিন ধনেপাতা ও পালং শাক দিয়ে আবির বানানোর রেসিপি…

উপকরণঃ

পালং শাক, অ্যারারুট, ধনেপাতা, গোলাপ জল

প্রণালীঃ

  • পালং শাক এবং ধনেপাতা একে একে পেস্ট করে নিন।
  • সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে যতটা সম্ভব শুকনো একটা মিশ্রণ তৈরি করুন।
  • এরপর মিশ্রণটি রোদে শুকোতে পারেন অথবা ২ মিনিট মাইক্রোওভেনে গরম করে নিন।
  • এবার মিশ্রণটি হাতের তালুতে ঘষে ঝুরঝুরে করে নিন। প্রয়োজনে ব্লেন্ডারে কিছুক্ষণ ব্লেন্ড করে নিলেই তৈরি সবুজ রঙের হার্বাল আবির।

চাইলে একইভাবে কাঁচা বা গুঁড়ো হলুদ, গেঁদা ফুল, গোলাপ ফুলের পাপড়ি দিয়েও পছন্দসই আবির বানাতে পারেন।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes