jamdani

শুধুই কি ধর্মীয় আচার? নাকি সিঁদুর পরার নেপথ্যে রয়েছে অন্য কারণ

বহুকাল আগে থেকে হিন্দু সধবা মহিলাদের সিঁথিতে সিঁদুর পরার চল রয়েছে। বিবাহিত মহিলাদের চিহ্নত করার একটা প্রতীক বলা চলে সিঁদুরকে। হিন্দু ধর্মানুযায়ী সিঁদুর পরলে স্বামীর দীর্ঘ আয়ু লাভ এবং সংসারের মঙ্গল হয়। তবে শুধু ধর্মেই নয়, বিজ্ঞানেও রয়েছে সিঁদুর পরার একাধিক কারণ। জেনে নেওয়া যাক ধর্মীয় এবং বৈজ্ঞানিক মতে সিঁদুর পরার যুক্তি।

হিন্দু ধর্মানুযায়ী সিঁদুরের ব্যখ্যা

  • মনে করা হয় দেবী লক্ষ্মী মাথায় বিরাজ করেন। তাই লক্ষ্মীকে সম্মান জানিয়ে সিঁথিতে সিঁদুর লাগানো হয়যাতে লক্ষ্মীর আশীর্বাদে সংসারে সুখ-শান্তি ও স্বামীস্ত্রীর সম্পর্কে প্রীতি বজায় থাকে।
  • শাস্ত্র মতে সিঁদুরকে সৃষ্টি ও শক্তির প্রতীক হিসেবে গণ্য করা হয়। নারীর কপালে সিঁদুর সন্তানধারণের ক্ষমতা বা শক্তিকে প্রকাশ করে।
  • হিন্দু মতে, সিঁদুরের ‘শক্তিতে স্বামীকে যাবতীয় বিপদের হাত থেকে রক্ষা করেতে পারেন স্ত্রী। তাই বিবাহিত মহিলাদের বিয়ের দিন থেকেই সিঁদুর পরার নিয়ম রয়েছে

বৈজ্ঞানিক মতে সিঁদুরের ব্যখ্যা

  • সিঁথিতে সিঁদুর পরার পিছনে রয়েছে বৈজ্ঞানিক যুক্তিও। বিজ্ঞান বলে, সিঁদুর মাথা ঠাণ্ডা রাখতে সাহায্য করে। সিঁদুর তৈরিতে বিশেষ কিছু পদার্থ ব্যবহৃত হয়, যেগুলো শরীর ও মন ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • যেখানে সিঁদুর পরা হয়, মাথার ওই জায়গায় রয়েছে বিশেষ একটি নার্ভ। সিঁদুর পরার সময় ওই নার্ভের ওপর ঘষা লাগে। যা মেডিটেশনে সাহায্য করে।

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes