jamdani

Happy হোলি 

দক্ষিণী হাওয়ায় ফাগুনের আবেশে মন যখন খানিক এলোমেলো, বাইরের শিমুল-পলাশেরা তখন হাতছানি দিয়ে ডাকছে, ওরে ভাই, বসন্ত এসে গেছে। সেই বসন্তের রং ছড়িয়ে গেছে মনেও। রং নিয়ে খেলতে খেলতে কখন যেন বদলে গেছে জীবনের রং। এই রংবদলের দিনেই রঙে রঙে ভরিয়ে তোলা যাক ঘরের প্রতিটি কোণ। রঙের রেশকে আরও দীর্ঘস্থায়ী করতে আপনার আঙিনাতেই আইয়োজন করুন দোল উৎসব। কেমন হবে তার প্রস্তুতি, কীভাবে আপ্যায়ন করবেন অতিথিদের, রইল তারই কিছু পরামর্শ।

ইন্টিরিয়রে হোলি মুড

  • জানলা, দরজায় দামি কার্টেন লাগালে ক্ষতি নেই, কিন্তু রং খেলার পর সেই কার্টেনের বারোটা বাজতেই পারে। বরং সাজিয়ে নিন পলিয়েস্টার পর্দায়। দাগ তুলতে সুবিধে হবে। এতে ব্রাইটনেস যোগ করতে জড়িয়ে দিন গাঁদা ফুলের মালা।
  • দরজার সামনে অবশ্যই থাকবে রঙ্গোলি। আবির দিয়ে রঙ্গোলি থাকাই বেস্ট! তবে বদলে ফুলের পাপড়ি দিয়ে আলপনাও দিতে পারেন।
  • দরজার সামনে বা ঘরের ভেতরে কোনও পিলার থাকলে রঙিন টুনি বাল্ব লাগিয়ে দিন।
  • ফাগের মিষ্টি গন্ধের মজাই আলাদা। যদি ফাগে কোনও পারফিউম স্প্রে করে দেন, ভালোলাগবে।
  • হোলির দিন বেসিন নোংরা হবেই। সে চিন্তা করে লাভ নেই। তবে যদি বেসিনে কোনও তেল বুলিয়ে রাখতে পারেন, তাহলে রং তেমন নাও ধরতে পারে।
  • আপনার আমন্ত্রিত অতিথিদের পছন্দের কথা ভেবে বাড়িতে গান চালিয়ে রাখুন। ঘরের বিভিন্ন দিকে ছোটো ছোটো স্পিকার রাখতেপারেন।
  • একটা কালারফুল পেইন্টিং অন্দরসাজকে আরও ভাইব্রেন্ট করে তোলে। দেওয়ালে কালারফুল হ্যাঙ্গিং বা আর্টপিস রাখতে পারেন।

ছাদে বা বাড়ির লনে হোলি পার্টি

  • যত বড়ো জায়গা হবে, হোলি খেলা জমবে তত। বাড়ির সামনে লন বা ছাদে ডেকরেটরের সাহায্যে রঙিন শিকলি দিয়ে ডেকরেট করুন।
  • সানবার্ন থেকে বাঁচতে রঙিন চাঁদোয়ায় ছাদ বা লন ঢাকুন। স্টেজের কাছে রাখুন ফুড কাউন্টার। সেখানে রাখুন নানারকম ভুজিয়া ও মিষ্টি।
  • হোলি পার্টিতে সিদ্ধি মাস্ট। তবে সকলের ভাঙের নেশা সহ্য হয় না। তাই মকটেল বা সফট ড্রিঙ্ক রাখতে ভুলবেন না কিন্তু।
  • হোলি পার্টি মজাদার করতে ড্রেস কোড ঠিক করে দিন গেস্টদের।
  • সকলেই যে রং খেলায় খুব স্বচ্ছন্দ, এমন তো হয় না। যারা খেলতে চান না, তাঁদের অযথা জোরাজুরি করবেন না। বরং তাঁদের স্টেজেরঅনুষ্ঠানে ব্যস্ত রাখুন।
  • অতিথিদের সংখ্যা অনুসারে রাখুন টাওয়েল, সাবান, বাথ শাওয়ার জেল।

সেফলি খেলুন হোলি

 

খেলব হোলি রং দেব না তাই কখনও হয়? কিন্তু আফটার এফেক্ট তো আছেই।

  • স্কিন অ্যালার্জি থাকলে আগেই ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে রাখুন।
  • রং খেলার আগে সারা গায়ে তেল মাখুন অথবা ময়েশ্চারাইজার।
  • অ্যাভয়েড করুন কেমিক্যাল কালারস।
  • চোখ বাঁচিয়ে রং খেলুন। পড়ুন সানগ্লাস।
  • চুল বাঁচাতে অয়েল মাসাজ করে হোলি খেলতে নামুন।

রং তৈরি করুন বাড়িতেই

  • বেসন ও হলুদ জলে গুলে পেস্ট করুন। যত খুশি খেলুন তারপর।।
  • একরাশ হলুদ গাঁদা ফুল জলে ফুটিয়ে নিন। আর ভরে নিন পিচকিরিতে।
  • বিট কেটে জলে ফুটিয়ে গাঢ় লাল রং তৈরি করুন। তারপর যাকে চান নিশ্চিন্তে রাঙিয়ে দিন।

প্ল্যান ইওর হোলি পার্টি

  • বাড়ির বারান্দা বা ড্রয়িংরুমের আসবাব সরিয়ে ম্যাট্রেস পেতে দিন।
  • তার ওপর পেতে দিন বাহারি চাদর বা খেস।
  • ঘরের কোনায় রাখুন ফ্লাওয়ার ভাস। তাতে রাখুন আপনার পছন্দের ফুল। ঘরের ফাঁকা জায়গায় একটি বড়ো পাত্রে জল ঢেলে তাতে ফুলভাসিয়ে রাখুন।
  • সেই পাত্রের পাশ দিয়ে থাকুক আলপনা। আলপনা থাকুক আবির দিয়ে।
  • ফুল কুচিয়ে আল্পনা দিন।
  • মিউজিক সিস্টেমে বাজুক বসন্তের গান।

খেয়াল রাখুন

  • সময় থাকতে আইয়োজন করুন হার্বাল রং তৈরির। বেশি আগে থেকে তৈরি করলে আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থেকে যায়।
  • নিজে হার্বাল কালার তৈরি করতে না পারলে কোনও বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে হার্বাল কালার কিনুন। খুব সেনসিটিভ স্কিন হলে আগে ত্বকের কোনও জায়গায় সেই রং ব্যবহার করে যাচাই করে নিন।
  • মাথায় আবির থেকে গেলে অনেক সময় খুব মাথা চুলকায়। সেক্ষেত্রে মাথা প্লাস্টিক শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখুন।
  • যাঁরা ভাং বা সিদ্ধি খেতে অভ্যস্ত নন, তাঁদের জোর করবেন না। হিতে বিপরীত হতে পারে।
  • সিদ্ধিজাতীয় পানীয় খাবার পর মিষ্টির কাউন্টার থেকে গেস্টকে সরিয়ে আনুন।

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes