jamdani

কেশ রক্ষায় কারি কারি কারিপাতা

খাবারে স্বাদ বাড়াতে মাঝেমধ্যেই খান কারিপাতা। তবে চুলের সৌন্দর্য বাড়াতে কখনও ব্যবহার করেছেন কি? হ্যাঁ, ঠিকই পড়ছেন। চুলের যত্নে এই পাতার ব্যবহার চমৎকার কাজ দেয়। চুল পড়া, খুশকি মতো সমস্যায় জাদুর মতো কাজ করে। বলা যায়, চুলের যাবতীয় সমস্যা থেকে মুক্তি দিতে পারে কারি পাতা। তবে এর জন্য আপনাকে মেনে চলতে হবে কয়েকটি সহজ পদ্ধতি।

চুলের পরিচর্যায় যেভাবে ব্যবহার করবেন কারিপাতাঃ

নারকেল তেল ও কারিপাতা

  • খাঁটি নারকেল তেলের মধ্যে মেথি এবং কারিপাতা দিয়ে ভালোভাবে ফোটান। কারিপাতা একসময় কালো হয়ে এলে বুঝবেন তেল প্রস্তুত।
  • এই তেল নিয়মিত স্কাল্প ম্যাসাজ করুন। এতে চুল পড়া কমবে।

 

কারিপাতা বাটা

  • কারিপাতা বেটে টকদই মিশিয়ে নিন।
  • এই মিশ্রণ চুল এবং মাথায় ভালো করে লাগিয়ে নিন।
  • ৩০ মিনিট পর চুল ধুয়ে নিন।
  • সপ্তাহে অন্তত ৩ দিন ব্যবহার করলে উপকার পাবেন।

কারিপাতা ও হেনা

  • কারিপাতা বেটে হেনার সঙ্গে মিশিয়ে নিন।
  • ওই মিশ্রণ চুলে ভালো করে লাগান।
  • ১ ঘণ্টা পর চুল ধুয়ে শ্যাম্পু করে নিন।
  • এটি সপ্তাহে ২-৩ দিন করলে চুল সহজেই কালো হবে।

 

 

 

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes