jamdani

অরিজিৎ সিং-এর গাওয়া ‘পাসুরি’ নিয়ে মন্তব্য পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার খেলা ছাড়লেও সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকেন। নানা বিষয় নিয়ে নিজের মতামতও দিয়ে থাকেন সোশ্যাল মাধ্যমে। বলিউডের সঙ্গেও রয়েছে তাঁর যোগাযোগ। তিনি এবার অরিজিৎ সিং-এর গাওয়া গানের সমালোচনে করলেন। ২৯ জুন মুক্তি পাচ্ছে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবাণী অভিনীত ‘সত্যপ্রেম কি কথা’। এই ছবিতে অরিজিৎ সিং এবং তুলসি কুমার পাকিস্তানের জনপ্রিয় গান ‘পাসুরি’-র বলিউডি রিমেকটি গেয়েছেন। আর এই খবর থেকে শুরু হয়েছে অশান্তি। পাকিস্তানের শ্রোতারা প্রথম থেকেই বিষয়টি পছন্দ করেননি। আর গানটি মুক্তি পাওয়ার পর তো নিন্দার ঝড় উঠেছে নেটদুনিয়েতে। এমনকি ‘ডিসলাইক বটন টিপে ফেলুন’ অনুরোধ এসেছে তাঁদের তরফ থেকে।

এই বিষয় নিয়েই শোয়েব করলেন টুইট। যেখানে তিনি লেখেন, ‘এ কি পাসুরি রে!’ এভাবেই নিজের বিরক্তি প্রকাশ করলেন প্রাক্তন পেসার। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি কারওরই অরিজিৎ এবং তুলসি-র গাওয়া গান পছন্দ হয়নি।

কিন্তু কেন অরিজিৎ এই গান গাইতে রাজি হলেন? গায়কের ডেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে সরাসরি উত্তর না এলেও, তাঁরই এক অনুরাগীর ট্যাগ করা এই প্রশ্নের উত্তরে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের পুত্র লেখেন, ‘‘এই গান গেয়ে যা পারিশ্রমিক পেয়েছি, সেই টাকা আর্থিকভাবে পিছিয়ে পড়া বাচ্চাদের স্কুলের বার্ষিক তহবিলে দেওয়া হবে। নির্মাতারা তেমনই প্রতিশ্রুতি দিয়েছেন আমাকে। যা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই ভাবলাম, একটু না হয় গালিগালাজ খেয়ে নিই।’’

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes