jamdani

নির্মলার ছত্রাঘাত

সরস্বতী পুজোয় এবার বৃষ্টির পূর্বাভাস। মৌসম ভবনও এখনও জানায়নি কতটা হবে এবারের বর্ষা।

তবে এ’বছরের বাজেট ঘোষণায় একটু চিন্তার ভাঁজ। অর্থমন্ত্রীর ঘোষণায় একলপ্তে অনেকটাই বাড়বে ছাতার দাম। সে মেয়েদের দু’ভাঁজ বা তিন ভাঁজের ছাতা হোক বা বাগান ছাতাই হোক। আসলে মান্ধাতার সেই কালো সুতির কাপড়ের ছাতা কাজের হলেও এখন যে সব ছাতা মাথায় মাথায় ঘোরে সেগুলোর কাপড়, বিশেষ করে হাতল- সবই আমদানি হয় চিন থেকে।

বছর তো অর্থমন্ত্রী নির্মলা সীতারামানএর সাফ ঘোষণা এযাবতের ছাড় তো বন্ধই উপরন্তু ২০% আমদানি শুল্ক আরোপ করা হবে। ইস্, এযাবৎ কত না কাজে লেগেছে ছাতা! দক্ষিণে তো করোনার বাড়-বাড়ন্তর সময় ছাতার ব্যাসার্ধ কাজে লাগিয়ে সামাজিক ও শরীরের দূরত্ব বজায় রাখার কাজেও লেগেছে ছাতা, আর ফ্যাশন! বৃষ্টিতে মাথা বাঁচানো তো ছেড়েই দিলাম।

ছাতা তৈরির যাবতীয় কিছুতে কর চাপানোর সরকারি ঘোষণা শুনে অনেকে তো মস্করা ও শুরু করে দিয়েছেন! বলছেন, “এদেশে হীরে হল সস্তা আর আমজনতার ছাতা হল মহার্ঘ্য, কারণ বৃষ্টি তো কখনও-সখনও হয়, কিন্তু হীরে চিরতরের!”

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes