ফুলের সাজেই বাহার আসুক আপনার পায়ে

jamdani

বিয়ে বাড়ির প্রসঙ্গে যেটা সবার আগে মনে আসে সেটা হল সাজগোজ। বিয়ে এবং তার আগে বা পরে বিভিন্ন অনুষ্ঠান থাকে। আর এই অনুষ্ঠানগুলোতে আপনি কিভাবে সাজবেন তার প্ল্যানিং এবং প্রিপারেশন বেশ অনেকদিন আগের থেকেই শুরু হয়ে যায়। আর আপনার এই সাজ সম্পূর্ণ করে ফুল।

বিয়েবাড়ি এবং ফুল অঙ্গাঙ্গিভাবে জড়িত। ফুল দিয়ে সাজানো হয় বিয়ে বাড়ির গেট। আবার রকমারি ফুল দিয়ে সাজানো হয় বরের গাড়ি। বিয়ের কনে থেকে তার বান্ধবীরা, সবাই বিভিন্ন রকমের ফুলের ব্যবহার করে নিজেদের সুন্দর করে সাজিয়ে তুলতে।এবার সেই ফুল দিয়ে একটু অন্যভাবে সেজে উঠুন আপনার প্রি-ওয়েডিং রিচুয়ালে।


আগে বাঙালি বিয়েতে প্রি-ওয়েডিং রিচুয়াল মানে শুধু গায়ে হলুদ বোঝাতো। কিন্তু এখন মেহেন্দি আর সংগীতও অনুষ্ঠিত হয়। আর এই সব রিচুয়ালে যেমন শাড়ি না পরে অনায়াসে লেহেঙ্গা পড়তে পারেন। তেমনি পায়ে পড়তে পারেন মানানসই ফ্লোরাল অ্যাঙ্কলেট। ফুলের সঙ্গে বিডস দিয়ে তৈরি করা এই সব অ্যাঙ্কলেট বিশেষদিনে আপনার সাজে যোগ করবে অন্য মাত্রা।


বিভিন্ন রঙের ফ্লোরাল অ্যাঙ্কলেট পাওয়া যায়। যেমন আপনি গায়ে হলুদের জন্য পড়তে পারেন হলুদ রঙের ফুলের অ্যাঙ্কলেট। আবার মেহেন্দি বা সংগীতের থিমের কালারের সঙ্গে ম্যাচিং করেও পড়তে পারেন এই অ্যাঙ্কলেট। অথবা বরপক্ষ আর কনেপক্ষ কন্ট্রাস্ট কালারের ড্রেসের সঙ্গে ম্যাচ করেও এই ধরনের ফুল দিয়ে ডিজাইন করা অ্যাঙ্কলেট পরতে পারেন। সব মিলিয়ে ফ্লোরাল অ্যাঙ্কলেট আপনার প্রি-ওয়েডিং রিচুয়ালের মুহূর্তগুলো করে তুলবে আর আকর্ষণীয়।

ছবিসূত্র-গুগল

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes