jamdani

ব্যাচেলর জীবনের শেষ দিন সেলিব্রেট করুন ব্যাচেলরস পার্টি দিয়ে

আজকাল বাঙালি বিবাহ বাসরের জৌলুশ আর পাঁচটা উৎসবের মতই হয়ে গেছে। দূর দূরান্তের আত্মীয় থেকে বন্ধু বান্ধব। নিজেদের ব্যাস্ত সিডিউলে টাইম ম্যানেজ করে ওয়েডিং সেলিব্রেসনে অংশ নিতে সব্বাই ঠিক হাজির হয়ে যায়। আর যদি আসি রিচুয়ালের কথায়; তাহলে বাঙালি বিয়েতে ট্র্যাডিশনের সঙ্গে এখন যোগ হয়েছে আরও অনেক ফেসটিভিটি। যেমন ধরুন, প্রায়ই সমস্ত বিয়ের প্রি-ওয়েডিং রিচুয়ালে হবু কনের হাতে এখন মেহেন্দির পরানো হয়। তেমনই এক নতুন সংযোজন হল ব্যাচেলার পার্টি। হবু বর বা কনেকে, তাদের নতুন বিবাহিত জীবনের শুভকামনা জানিয়ে, আইবুড়ো ভাত খাওয়ানোর রীতি খুব পুরনো।


তবে, আজকাল আইবুড়ো ভাত খাওয়ার পাশাপাশি, বন্ধু বা সমবয়সি নিকট আত্মীয়দের সঙ্গে ব্যাচেলার জীবনের শেষ দিন সেলিব্রেট করা হয় ব্যাচেলার পার্টির মধ্যে দিয়ে। হবু বর এবং কনের জন্য এই ব্যাচেলার পার্টির আয়োজন করে তাদের বন্ধু বান্ধবরাই। যা সেলিব্রেট করা হয়ে থাকে কারুর বাড়িতে বা কোন আউটডোর ডেসটিনেসনে। স্থান, কালের সঙ্গে তাল মিলিয়ে থাকে ড্রেস কোড-এর ভ্যারাইটি।


যদি হবু কনের ব্যাচেলার পার্টি কোনও সি-বিচে অরগানাইজ করা হয়ে থাকে, তাহলে ড্রেস কোড রাখুন সুইম সুট। সঙ্গে মাথায় বেতের বড় টুপি আর রোদ চশমা। এমন ড্রেস কোড পুল সাইড পার্টির জন্যও বাছতে পারেন। আবার রাতের পার্টির জন্য ড্রেস কোড রাখতে পারেন নাইট সুট। চাইলে সবাই মিলে একই রকমের কোটেড টি-শার্ট পরতে পারেন। বা নিজেদের সাজাতে পারেন কোন থিম পোশাকে, যেমন- ফেয়ারি টেল বা হ্যালোউইন।


একই ভাবে হবু বরের ব্যাচেলার পার্টির ড্রেস কোডেও থাকতে পারে রকমফের। ক্যাজুয়াল থেকে ফরমাল আউটফিট বাছতে পারেন এই বিশেষ দিনটি সেলিব্রেট করার জন্য। আপনাকে যেমন হ্যান্ডসাম লাগবে যোধপুরি সুট পরলে। তেমনই টাক্সিডোতে আপনাকে দেখাবে আরও আকর্ষণীয়। আবার এই দিনের জন্য বেছে নিতে পারেন সাধারন টি-শার্ট বা শার্ট।

পোশাক যাই হোক না কেন; আনন্দ আর হই- হুল্লোড়ের মধ্যে দিয়ে এমন ভাবে আপনার ব্যাচেলার পার্টি এনজয় করুন যা সারা জীবন আপনার স্মৃতি উজ্জ্বল হয়ে থাকবে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes