jamdani

হনিমুনে প্রতিরাতে নিখিলের তরফ থেকে একটা সারপ্রাইজ থাকত

সামনেই মুক্তি পাবে ‘অসুর। তার আগে ঘর-সংসার, কেরিয়ার, রাজনীতি নিয়ে আডডায় নুসরত জাহান। সঙ্গী মানসী চ্যাটার্জি।

প্রশ্ন: প্রথমেই জানতে চাইব, বাড়ির ঠিকানার সঙ্গে আর কী কী বদল এল জীবনে?

বাড়ির ঠিকানা তাে চেঞ্জ হয়েইছে, সেই সঙ্গে নামের পাশে অ্যাড হয়েছে ‘জেন’ সারনেমটি। প্লাস লাইফ আগের থেকে একটু বেশি হেট্রিক হয়ে গিয়েছে। রুলস বেড়েছে। মাল্টিটাক্সিং করতে হচ্ছে। এছাড়া অনেক রেসপনসিবিলিটি এখন আমার ওপর।

প্রশ্ন: খাওয়ার অভ্যাস থেকে কালচার—একেবারে পাল্টিঘর মানিয়ে নিতে কোনও অসুবিধা হচ্ছে কি?

দেখ আমি সারা জীবন কস্মােপলিটন ছিলাম। খুবই অ্যাডজাস্টটেবল। তাই সেরকম কোনও অসুবিধা এখনও হয়নি। তাছাড়া ওবাড়িতে যিনি আমার হেল্পিং হ্যান্ড ছিলেন, বিয়ের পর সেও আমার সঙ্গে নতুন ঠিকানায় এসেছেন। আর আমার শ্বশুড়বাড়ির লােকজন খুব অ্যাডজাস্টিং। আমার খুব ভালবাসেন। তাই নাে প্রবলেম।

প্রশ্ন: সােশ্যাল মিডিয়ার পােস্ট দেখে বােঝা যায় আপনি নিখিলকে পেয়ে কতােটা খুশি। আপনার বাবা মা কি ঠিক ততটাই খুশি নিখিলকে জামাই হিসাবে পেয়ে?

নিখিল ইজ পারফেক্ট অ্যাজ এ সন, ব্রাদার, হ্যাজবেন্ড অ্যান্ড ফ্রেন্ড। ও আমার ফ্যামিলির (বাবা-মা অ্যান্ড বােন) দায়িত্ব নিয়েছে। ওকে জামাই হিসাবে পেয়ে বাবা-মাও ওকে সত্যি খুব খুশি। তবে শুধু আমার পরিবার নয়! এখন দু’জনের ফ্যামিলিই আমাদের রেসপনসিবিলিটি।

প্রশ্ন: এবার বলুন, হানিমুনে কেমন এনজয় করলেন?

হানিমুন ইন মালদ্বিপ ইজ ওসাম। একটু টাইম অফ পেয়েছিলাম আমরা দু’জনে একসঙ্গে কাটানাের। এই কটা দিন খুব খুব মজা করেছি। স্পেশ্যালি প্রতিদিন রাতে নতুন লােকেশনে নিখিলের আমার জন্য একটা সারপ্রাইজ ডিনার প্ল্যান করা। যার জন্য আমি সারাদিন ওয়েট করে থাকতাম।

প্রশ্ন: নতুন সংসার খুনসুটি তাে হয়ই! তাে ঝগড়া হলে কে কার সঙ্গে আগে কথা বলেন ?

আমাদের ঝগড়া না বেশিক্ষণ স্ট্রে করে না। আমি নিজেই মিটিয়ে নিই তাড়াতাড়ি। আসলে আমি মনে করি, ছােট জীবনে ঝগড়া করে কি লাভ! লাইফে হ্যাপি থাকতে হবে। ভাল মেমরিস বানাতে হবে।

প্রশ্ন: তা বিয়ের পর হাবির জন্য নিজের হাতে রান্না করেন?

একদম। প্রতিদিন আমি ওর জন্য পাঁপড় পেঁকি। মাঝে মাঝেই ওর ফেভারিট কালাে ডাল ও পনির রান্না করে থাকি। তাছাড়া আমি কেক বেক করতে ভালবাসি। তাে প্রায়ই কেক বানাই। নিখিল খেতে খুব পছন্দ করে।

প্রশ্ন: নিখিল বাবু কখনও আপনার জন্য কিছু রান্না করেছেন?

হুমমমম..ম্যাগি, পপকন। অনেক সময় রাতে টিভি দেখতে দেখতে খিদে পেয়ে যায়। সেই সময় নিখিল আমার জন্য রান্না করে। আসলে শুরু থেকেই বলে রেখেছিলাম এটা ওর রেসপনসিবিলিটি।

প্রশ্ন: নুসরত-নিখিল সংসারে বস কে? মানে কে কার কথা বেশি শােনেন ?

আমি ওর কথা শুনি। আর ও আমার কোনও আবদার ফেলে না। বলতে গেলে জেনারেলি দু’জনেই একে অপরের কথা শুনি।

প্রশ্ন: শাশুড়ির সঙ্গে বউমার সম্পর্ক অনেকটা টক-ঝাল কম্বিনেশনের মতাে। আপনার সঙ্গে আপনার শাশুড়ির সম্পর্ক কেমন?

টার্চ উড, আমার শ্বাশুড়ি আমার ফ্রেন্ড। বিভিন্ন বিষয়ে আমাকে গাইড করেন। ভীষণ কেয়ারিং। যেহেতু সারাদিন আমার বিজি শিডিউল থাকে তাই কিছু স্পেশ্যাল খাওয়া-দাওয়া পাঠাতে থাকে। আমার মেয়ের মতাে আপন করে নিয়েছে মাম্মি। তাই কোনও টকের জায়গা নেই পুরােটাই মিষ্টি।

প্রশ্ন: পজোও দিওয়ালিতে কেমন মজা করলেন?

বিয়ের পর প্রথম পুজো ও দিওয়ালি ছিল। বুঝতেই পারছ কতােটা স্পেশ্যাল। আমি আর নিখিল সেসব জায়গায় ঠাকুর দেখতে গিয়েছিলাম যেখানে আমি প্রতিবছর যাই। দিওয়ালিতে নতুন জিনিসপত্র কিনে ঘর ডেকরেট করেছি। তাছাড়া সারাবছর তাে সময় পাই না, তাই পুজো সময় ফ্রেন্ডসদের সঙ্গে জমিয়ে আডডা দিয়েছি। আর খাওয়া-দাওয়া তাে ছিল। প্রশ্ন করার আগেই বলে দিয়, পুজোর সময় আমি কোনও ডায়েট ফলাে করি না।

প্রশ্ন: কিছুদিন আগে এক সাক্ষাৎকারে পরিচালক পাভেল বলেছেন, সাধারণত নায়িকাদের দেরী করে আসা নিয়ে তিনি বিরক্ত হন। কিন্তু আপনি নাকি রাজনৈতিক কাজ সামলেও কোনও ঝামেলা করেননি। আমার প্রশ্ন ঘর—শু্যটিং-রাজনীতির ময়দান এতাে কিছু সামলাচ্ছেন কি করে?

সত্যি বলছি, আমি না জানি না, জাস্ট হয়ে যাচ্ছে। যার পুরােটাই আমার টিমের ক্রেডিট। অবশ্য কখনও কখনও ২৮ ঘন্টা সময়টা কম মনে হয়। এটাই হচ্ছে সমস্যা। তবে মনে জোর নিয়ে চালিয়ে যাচ্ছি। তাছাড়া আমরা আমরা মেয়েরা এমনিও মেনটালি স্ট্রং ও মাল্টি টাক্সার।

প্রশ্ন: ডেস্টিনেশন ওয়েডিংয়ের আইডিয়া কার ছিল?

আমাদের দু’জনেরই আইডিয়া ডেস্টিনেশন ওয়েডিং। সুন্দর কোনও খােলা জায়গায় বিয়ের স্পেশ্যাল মােমেন্টস গুলাে সেলিব্রেট করতে চাইছিলাম, উইথ ফ্রেন্ডস বা ফ্যামিলির। আসলে যারা আমাদের বিয়েতে ছিলেন তারা খুবই স্পেশ্যাল লােকজন।

প্রশ্ন: বিয়েতে নিখিলের তরফ থেকে স্পেশ্যাল কী গিফট পেলেন? আর আপনি কী দিয়েছেন?

গােটা জীবনটা দিয়েছি একে-অপরকে। এর থেকে স্পেশ্যাল গিফট আর কিছু হতে পারে।

প্রশ্ন: এবার একটু সিনেমায় প্রসঙ্গে আসি, চারিদিকে আপনার আপকামিং ছবি ‘অসুর’ নিয়ে চর্চা চলছে। এই ছবিতে আপনার চরিত্রটা ঠিক কেমন?

হা হা হা… ‘অসুর’- এ আমার চরিত্র এক্কেবারে ডিফরেন্ট। এইটুকু বলতে পারিদর্শক আগে নুসরতকে এমন করে কখনও দেখেনি। বেশি রিভিল করব না। দর্শকদের অপেক্ষা করতে বলব সিনেমা মুক্তির জন্য।

প্রশ্ন: পরিচালক তাে বলছেন, এই ছবিটি আপনার কেরিয়ারে মাইলফলক হতে চলেছে। আপনি কি তাই মনে করেন?

আমি মনে করি, প্রত্যেকটা ফিল্ম দিয়ে আমার গ্রোথ হচ্ছে। ডিসরেন্টলি ‘অসুর’ উইল বি অ্যা মাইলস্টোন। বাট উইল ওয়েট ফর দ্যা অডিয়েন্স টু ডিসাইডেড। আমরা পুরাে ‘অসুর’ কাসট ক্রু এবং পরিচালক মিলে নিজেদের বেস্ট দেওয়ার চেষ্ঠা করেছি। এখন বাকিটা দর্শকরা বলবেন।

প্রশ্ন: চার বছর পর আপনি আর জিৎ আবার একসঙ্গে। প্রথম হিরাের সঙ্গে শু্যপিং ফ্লোরে কতােটা মজা করছেন?

বিয়ের পর, এম পি হওয়ার পর প্রথম ছবি খুব স্পেশ্যাল। কেরিয়ারের জার্নিটা শুরু হয়েছিল জিৎ দার সঙ্গে। শু্যটিং টার্কিতে, বিয়েটা টার্কিতে। বুঝতে পারছ কতােটা নস্ট্যালজিক। শেষে এটাই বলব, জিৎ দা ও আবীর দার সঙ্গে কাজ করে খুব আনন্দিত আমি।

প্রশ্ন: এসভিএফ-এর সঙ্গে আর কাজ করবেন না?

ভাল স্ক্রিপ্টের অফার এলে, আমি সবার সঙ্গে কাজ করতে রাজি।

প্রশ্ন: আজ আপনি শুধু অভিনেত্রী নন, একজন সাংসদও। স্টারডামের সঙ্গে এবার পাওয়ারও আপনার হাতে। তাে কোনও বদল কি চোখে পরছে?

যেটা লােকের চোখে পাওয়ার, সেটা আমার জন্য বিরাট এক দায়িত্ব , আমার মানুষের প্রতি আমার মাটির প্রতি। আর বদল এখনও তেমন কিছু বিশেষ ভাবে চোখে পরেনি।

প্রশ্ন: অসুরের পর আবার কীসে দেখতে পাচ্ছি আমরা নুসরতকে?

এখনই বলতে পারব না। তবে স্ক্রিপ্ট রিডিং চলেছ, ফাইনালাইজ হলে জানাব।

লাস্ট প্রশ্ন, সুখবর কবে পাচ্ছি?

এই বছরের জন্য প্রচুর সুখবর হয়ে গিয়েছে। এখন থাক (হাসি)

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes