jamdani

পুজোয় সাজ হোক জমজমাট

আকাশ জুড়ে পেজা তুলোর মেঘের ভেলা আর সোনালী রোদের ছটা। শিউলি ফুলের গন্ধ আর রাস্তার দু’ধারে কাশফুলের মেলা যেন বারংবার জানান দিচ্ছে কৈলাশ থেকে মা আসছে মর্তে। তবে ব্যস্ত সময়, টাইট শিডিউল সামলে পুজোর জন্য তৈরি হতে হাতে গোনা আর কয়েকটা দিন। তাই প্রায় সকলেরই চিন্তা এখন তুঙ্গে। কিন্তু কেয়াশেঠ এক্সক্লুসিভ থাকতে চিন্তা কিসের। চোখ ধাঁধানো সব কালেকশনে প্রত্যেকবারের মতো এবার পুজোও মাতিয়ে তুলুন আপনি।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes