jamdani

দোলে ঘর সাজানো নিয়ে চিন্তা? রইল টিপস

বসন্ত এসে গেছে। আর তার উদযাপনে প্রস্তুতি নিচ্ছে শহর। দিন কয়েক বাদেই দোল উৎসব। দোলের দিনটি কী ভাবে কাটাবেন ভেবেছেন?  বাড়িতেই দোল পালনের পরিকল্পনা করলে কেমন হয়? প্রিয় বন্ধুদের সঙ্গে আড্ডা, প্রচুর রং খেলা আর জমিয়ে ভূরিভোজ— জমে যাবে বসন্ত উৎসব।

তবে বাড়িতে যে কোনও অনুষ্ঠান করা মানেই আগে থেকে বেশ কিছু গোছগাছ করে রাখতে হয়। উৎসব করলেই তো হল না, তার উপযোগী মেজাজকেও তৈরি করতে হবে! তাই খাওয়াদাওয়া, গানবাজনার পাশাপাশি বাড়ির সাজসজ্জার দিকেও নজর দিতে হবে গৃহকর্তাকে। রঙের উৎসবে ঘরের সাজও হতে হবে রঙিন!

যদি সকালের দিকে অনুষ্ঠানটি করার পরিকল্পনা করেন, তাহলে নিশ্চয়ই রং খেলবেন! সেক্ষেত্রে বাড়ির ছাদেই করতে পারেন এর আয়োজন। বাচ্চারা বিভিন্ন রকম হাতের কাজ করতে ভালবাসে। তাদের সাহায্য নিয়েই তৈরি করে ফেলতে পারেন রঙিন কাগজের ছোট ছোট হাতপাখা। হাতপাখাগুলি একসঙ্গে জুড়ে নানা মাপের চাকতি তৈরি করুন। আর সেই সব চাকতি দিয়েই সাজিয়ে তুলুন ছাদ, বারান্দা।

এর পাশাপাশি বেশ কয়েকটি আর্ট পেপার নিয়ে তাতে বিভিন্ন রঙের হাতের ছাপ বসান। বাচ্চাদের দিয়েও এই কাজ করিয়ে নিতে পারেন। কারণ তারা এই কাজ করতে বেশ মজা পাবে। এবার ছাদের একটি দেওয়াল জুড়ে সেই আর্ট পেপারগুলি লাগিয়ে দিন। দোলের দিনে এভাবে বাড়িতেই বানিয়ে ফেলুন সুন্দর ‘সেলফি জোন’!

এছাড়া একটি টেবিলে সাদা কাপড় পেতে হরেক মাপের ঝুড়িতে সাজিয়ে রাখতে পারেন বিভিন্ন রঙের আবির। দেখতেও বেশ ভালো লাগবে। জলে গোলার রং আর পিচকারিও সেই টেবিলেই সাজিয়ে রাখতে পারেন।

যদি সন্ধেবেলা অনুষ্ঠানের আয়োজন করেন, তাহলে গৃহসজ্জায় রাখতে পারেন রঙিন ফুলের ছোঁয়া। নীচে গদি পেতেই করতে পারেন আড্ডার আয়োজন। এক্ষেত্রে বিভিন্ন রং-বেরঙের কুশন ব্যবহার করতে পারেন। বাড়িতে জলে গোলা রং না খেলাই ভাল। গদির দু’পাশে মাটির থালায় বিভিন্ন রঙের আবির রাখতে পারেন। আবার যদি বাড়িতে নাচগানের অনুষ্ঠান করতে চান, সেক্ষেত্রে আলোকসজ্জার উপরেও নজর দিতে পারেন টুনি বাল্ব, নানা রঙের মোমবাতি, প্রদীপ দিয়ে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes