jamdani

চুলে পাক ধরা, অভিনব বিয়ের সাজ অভিনেতার মেয়ের!

জেঠালালকে কে না চেনেন? হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা দিলীপ জোশী। তাঁর মেয়ে নিয়তির বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ার নজর কেড়েছে। কয়েকদিন আগেই সাবেকি গুজরাতি সাজ ও রীতি মেনে বিয়ে করেছেন দিলীপ জোশীর মেয়ে নিয়তি। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করা হয়েছিল। হঠাৎই নিয়তির বিয়ের সমস্ত ছবি ট্রেন্ডিং হয়ে যায় এবং মুহূর্তে নজর কাড়ে নেটিজেনের।

 

বিয়ের সাজের জন্য নিজের আসল চেহারাকে একেবারেই ‘মেক-আপ’- করেননি নিয়তি। মাথার চুলে ধরেছে পাক, সেই পাকা চুল নিয়েই কনের সাজে সেজে উঠেছেন তিনি। নেটিজেনদের অনেকেই নিজের স্বাভাবিক সত্ত্বাকে এভাবে প্রকাশ করার প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন।

অনেকেই লিখেছেন ‘নিজেকে যেভাবে সামনে এনেছ, সেটা দারুণ সুন্দর। তুমি প্রমাণ করছে নিজের ওপর বিশ্বাস রাখাটাই আসলে গর্জিয়াস থাকা।’ হাতে ছিল মেহেন্দি এবং পাকা চুলেই নতুন বউ হিসেবে বিয়ের মণ্ডপে যান তিনি। অভিনেতা বাবা দিলীপ জোশী নিজেও ইনস্টাগ্রামে বিয়ের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন মেয়ের বিয়ের। মেয়ে ও জামাই যশবর্ধনের সঙ্গে ছবি পোস্ট করে আশীর্বাদ জানিয়েছেন নবদম্পতিকে।

তারক মেহতা কা উল্টা চশমা সিরিয়াল করেই সবচেয়ে বেশি জনপ্রিয় দিলীপ জোশী। বলিউডেরও একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। তালিকায় রয়েছে ম্যায়নে পেয়ার কিয়া, হাম আপকে হ্যায় কওন, ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি, খিলাড়ি ৪২০, হামরাজ, দিল হ্যায় তুমহারা, ফিরাক ইত্যাদি।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes