এদেশে সোনাকে স্থিতি এবং ভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। নবজাতক শিশু থেকে শুরু করে কনে, এমনকি কোনও উৎসব এবং অনুষ্ঠানেও সোনা উপহার দেওয়া ভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হয়। তবে সোনা কেনার সময় তার বিশুদ্ধতা সবসময় যাচাই করা দরকার। বছর কয়েক আগেও সোনার গয়ানার বিশুদ্ধতা নিশ্চিত করার কোনও আদর্শ উপায় ছিল না। কিন্তু ভারতে বিআইএস কর্তৃক হলমার্কিং পদ্ধতির আগমনের সঙ্গে সঙ্গে ক্রেতারা সোনা কেনার ব্যাপারে নিরাপদ হতে পেরেছেন।
বিআইএস হলমার্ক সোনা, কেডিএম সোনা এবং ৯১৬ সোনার পার্থক্য জানেন? রইল ব্যখ্যা-
বিআইএস হলমার্ক:
বিআইএস হল ভারত সরকারের অধীনে একটি সংস্থা, যার নাম ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (Bureau of Indian Standards)। সোনার বিশুদ্ধতা এবং গুণগত মান যাচাই করে সার্টিফাই করার পদ্ধতিকে হলমার্কিং বলে। সোনার গয়না বা কয়েনে হলমার্ক থাকার অর্থ সেটি বিআইএস নির্ধারিত গুণগত মানের পরীক্ষায় ঊত্তীর্ণ। বিআইএস ভারত সরকার কর্তৃক স্বীকৃত একমাত্র প্রতিষ্ঠান যা সোনার গয়না, মুদ্রা এবং বার সহ অন্যান্য সোনার তৈরি জিনিসের হলমার্কিং-এর জন্য সার্টিফিকেট দেয়।
হলমার্ক করা সোনায় এই চারটি উপাদান লেজার দ্বারা খোদাই করা হয় – স্ট্যান্ডার্ড বিআইএস লোগো, ক্যারাট, অ্যাসাইং ও হলমার্কিং সেন্টারের লোগো বা নম্বর এবং জুয়েলার্স আইডেন্টিফিকেশন লোগো। তাই সোনা কেনার সময় কোনওরকম জালিয়াতি এড়াতে শুধুমাত্র হলমার্ক যুক্ত সোনা কেনাই উচিত। এটি শুধুমাত্র সোনার বিশুদ্ধতাই নিশ্চিত করে না, হলমার্ক যুক্ত সোনা পরবর্তীকালে বিক্রির সময়ও ভালো দাম পাওয়া যায়।
কেডিএম:
খাঁটি সোনাকে গয়না বানানোর জন্য উপযোগী করে তুলতে সোনার সঙ্গে ক্যাডমিয়াম মেশানো হয়। কেডিএম-এ সোনা এবং ক্যাডমিয়াম থাকে ৯২:৮ অনুপাতে। এই ক্যাডমিয়াম ধাতু থেকেই কেডিএম (KDM) নামটির উৎপত্তি। তবে ক্যাডমিয়াম ব্যবহারে সোনার মান ভালো থাকলেও এটি গয়নার কারিগর এবং গয়না ব্যবহারকারীদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকারক। তাই বর্তমানে সোনায় ক্যাডমিয়াম ব্যবহারের ক্ষেত্রে সরকারীভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিআইএস ৯১৬:
সোনায় ৯১৬ নম্বরটি ব্যবহার করা হয় গয়নায় সোনার সূক্ষ্মতাকে বোঝাতে। সোনার বিশুদ্ধতার উপর ভিত্তি করে নির্ধারিত হয় ক্যারাট, যেমন – ২৪ ক্যারাট, ২৩ ক্যারাট, ২২ ক্যারাট, ১৮ ক্যারাট, ১৪ ক্যারাট, ১০ ক্যারাট ইত্যাদি। ২২ ক্যারাটের হলমার্ক সোনাকে ‘বিআইএস ৯১৬’ সোনা বলে উল্লেখ করা হয়। ৯১৬ সংখ্যাটি সোনার চূড়ান্ত বিশুদ্ধতাকে নির্দেশ করে। একইভাবে ২৩ ক্যারাট সোনাকে ৯৫৮ সোনা, ১৮ ক্যারাটকে ৭৫০ সোনা দ্বারা চিহ্নিত করা হয়।
বিআইএস ৯১৬ সোনার সাহায্যে গয়নার সূক্ষ্ম নকশাগুলি তৈরি করা হয়, কারণ এটা ২৪ ক্যারাটের চেয়ে বেশি টেকসই এবং ১৮ ক্যারাট বা ১৪ ক্যারাটের চেয়ে বিশুদ্ধতার পরিমাণেও বেশি।
সন্দীপ মুখোপাধ্যায় - “নাম কী? থাকো কোথায়? কোন ক্লাস অবধি... Read More
এদেশে সোনাকে স্থিতি এবং ভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।...
আমরা সবাই জানি যে ত্রিদেব বলতে ব্রহ্মাণ্ডের তিন প্রধান স্তম্ভকে...
লিপস্টিক আমার কাছে লিপস্টিক নয়। লিপস্টিক আমার কাছে প্রতীক। রং...
নাতাশা স্নান সেরে এসছে। সারাটা ঘরই এখন গন্ধস্নান করছে। একই...
পুলিশের উর্দিটা তখনও গা থেকে খুলিনি, সুসময়ী বলল, “তােমার জন্য...
শাে তখন জমে উঠেছে। শীতের সন্ধে। গায়ে ছিল হালকা জ্যাকেট।...
চা আর প্রজাপতি বিস্কুট। খাবার মধ্যে এই। কিন্তু কথা ছিল...
সকাল বেলাটা আজকাল বিজনের বেশ সমস্যার। থিতু হয়ে প্রভাত উপভােগ...
রিশপের ছবিগুলাে সব ফেসবুকে আপলােড করার পর কম্পিউটারের সামনে থেকে...
লােকে ‘ব্যোমকেশ’ নামে ডাকেন। নতুন নামকরণ হয়েছে ‘সােনা দা। এদিকে...