jamdani

ডিসেম্বরেই বড় পর্দায় আসছে দেব-এর ‘টনিক’

অভিনেতা দেব-এর আসন্ন ছবি আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। ছবির নাম ‘টনিক’। ছবিতে দেব ছাড়াও রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া। অতনু রায়চৌধুরী সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছেন দেব নিজেই। করোনার জেরে বহুদিন আগে মুক্তি পাওয়ার কথা থাকলেও অবশেষে ‘টনিক’ আসছে।

পরিচালক অভিজিত সেনের ডেবিউ ছবি ‘টনিক’। ছবিতে এক ট্রাভেল এজেন্সির কর্মীর ভূমিকায় দেখা যাবে দেবকে। দেবের কাকার ভূমিকায় রয়েছেন বর্ষিয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়।

ইচ্ছের ডানায় ভর করে ছবির টিজারে পাহাড়ি রাস্তা, ঝরণা, নদী আর এক বৃদ্ধের গল্প উঠে এসেছে। যাঁর জীবনে রসদ যোগাতে সঙ্গী হয়ে টনিকের মতো কাজ করবেন দেব। টিজারেই মনের ভেতর এক অদ্ভুত আবহ তৈরি করছে এই ‘টনিক’।

এই ছবিতে দেব অভিনীত চরিত্রটির নামই টনিক। তিনি বেড়াতে নিয়ে যান দু’জন বয়স্ক মানুষকে। এরপরই তাঁরা জীবনের রসদ খুঁজে পান। টিজার দেখে এইরকমই আন্দাজ হয়। সেই অর্থে মূলত জীবন আর যাপনের ঘূর্ণাবর্তে হারিয়ে যাওয়া ইচ্ছের পূরণ হওয়ার গল্প হয়তো ‘টনিক’। তবে কীভাবে সেই ইচ্ছেপূরণ হবে তা দেখার জন্য ডিসেম্বর অবধি অপেক্ষা করতে হবে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes