jamdani

প্রজাপতির পর মুক্তিযোদ্ধা যতীন্দ্রনাথ মুখার্জীর ভূমিকায় দেব, ভাইরাল নতুন লুক

এবার মুক্তিযোদ্ধা যতীন্দ্রনাথ মুখার্জীর ভূমিকায় দেখা মিলবে দেবের। ছবির নাম বাঘাযতীন। প্রজাপতির পর অনুরাগীরা এই ছবিটি নিয়েও বেশ আশাবাদী। বাবা ও ছেলের সুন্দর সম্পর্ককে নিয়ে তৈরি প্রজাপতি দর্শকমহলে বিশেষ সাড়া ফেলেছে। এবার দেখার পালা যতীন্দ্রনাথ মুখার্জীর জীবনাদর্শে তৈরি আগামী ছবিতে দেব কেমন অভিনয় করেন। ইতিমধ্যেই তার নতুন লুক ভাইরাই সোশ্যাল মিডিয়াতে। পাশাপাশি সহঅভিনেত্রী সৃজা দত্তকেও ইন্দুবালাদেবীর চরিত্রে দেখার জন্যেও অনুরাগীদের কৌতূহল কম নয়। সব মিলিয়ে এই ছবিটি নিয়ে এখনই চর্চা তুঙ্গে।

দেখে নিন বাঘাযতীনের ভাইরাই কিছু ছবি এবং টিজারঃ

স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখার্জীর ভূমিকায় দেব ওরফে দীপক অধিকারী।

মুক্তিযোদ্ধা যতীন্দ্রনাথ মুখার্জীর স্ত্রী ইন্দুবালাদেবীর চরিত্রে দেবের সহঅভিনেত্রী সৃজা দত্ত।

সস্ত্রীক যতীন্দ্রনাথ মুখার্জীর চরিত্রে দেব এবং সৃজা।

দেখে নিন বাঘাযতীন-এর টিজারঃ 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes