রোর বাংলার যাত্রা শুরু হয়েছিল এমন সব গল্প বলার জন্য, যেগুলো জীবনের কথা বলে, স্বপ্নের কথা বলে, ভেঙে পড়ার গল্প বলে, আবার উঠে দাঁড়ানোর গল্প বলে। রোর ইতিহাসের গল্প শোনায়, বর্তমানের বিশ্লেষণ করে, ভবিষ্যতের স্বপ্ন দেখায়। রোর বাংলা এবার পাঠকদের জন্য গল্প শুনতে চায়, পাঠকদের গল্প শুনতে চায়। লিখুন মন খুলে, আপনার গল্প পৌঁছে যাক দুই বাংলার পাঠকসমাজের কাছে!