ডিজাইনার ব্লাউজ পরুন নিজের পছন্দে

jamdani

কথায় আছে শাড়িতেই নারী। আর বাঙালি নারীরা শাড়ি পরতে বেশি পছন্দ করেন। যেকোনো উৎসব-অনুষ্ঠানে নারীদের প্রথম পছন্দের পোশাক হচ্ছে শাড়ি। নিজের মনের মতো রং বেছে শাড়ি পড়েন নারীরা। শাড়ির সঙ্গে ব্লাউজও পরতে হয়। যদিও একসময় শাড়ি ব্লাউজ ছাড়াই পরা হত। তবে এখন দিন বদলের যুগ, পরিবর্তন এসেছে ফ্যাশনেও। শাড়ির সঙ্গে সবাই বিভিন্ন ডিজাইনের ব্লাউজ পরেন এখন অনেকেই।

ট্রেন্ডি ব্লাউজ আজকাল ফ্যাশনে জায়গা করে নিয়েছে। তাই ট্রেন্ড অনুযায়ী নারীরা বর্ণিল কাস্টমাইজড ব্লাউজ বানাচ্ছেন নিজেদের জন্য। নানারকম নান্দনিক বৈচিত্র্যও দেখা যাচ্ছে ব্লাউজের ডিজাইনে। চলুন জেনে নেওয়া যাক নান্দনিক বৈচিত্র্যের কিছু ব্লাউজের ডিজাইন সম্পর্কে-

হল্টারনেক ব্লাউজ- নান্দনিক বৈচিত্র্যে হল্টারনেক ব্লাউজের ট্রেন্ড একেবারে নতুন নয়। তবে বিভিন্ন কারণে অনেকেই এটি গ্রহণ করতে পারেননি। কিন্তু বিয়ে বাড়ি হোক বা কোনও অনুষ্ঠান। অনেকেই এটি পরতে পছন্দ করেন। 

অফ শোল্ডার ব্লাউজ- অফ শোল্ডার টপের মতো অফ শোল্ডার ব্লাউজ এসেছে। সাধারণত সবসময় এই ব্লাউজ না পরলেও, বিশেষ কোনো অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রেই এগুলো পড়তে দেখা যায়।

বোট নেক শার্ট কলার ব্লাউজ- বোট নেক গলার ব্লাউজ ও শার্ট কলারের ব্লাউজ বেশিরভাগ ক্ষেত্রে অফিস বা অফিশিয়াল পার্টিতে পড়তে দেখা যায়। এই ২ ধরনের ব্লাউজের গলার ডিজাইন স্বভাবতই একটু ফর্মাল।

ফ্লোরাল ব্লাউজ- অনেক আগে ওয়েট লেস জর্জেট শাড়ির সঙ্গে ফ্লোরাল ব্লাউজ পরা ট্রেন্ড ছিল। আবার সেটি ফিরে এসেছে। এক রংয়ের শাড়ির সঙ্গে যেকোনো ফ্লোরাল প্রিন্টের ব্লাউজ বেছে নিতে পারেন।

 

ছবি সৌজন্যকেয়া শেঠ এক্সক্লুসিভ এবং ইন্টারনেট

** লেখায় ছবি ব্যবহৃত হয়েছে বোঝার সুবিধার্থে 

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes