jamdani

শেফ স্পেশাল চিকেন রুলেড 

যা যা লাগবে: 

চিকেন ব্রেস্ট: ২০০ গ্রাম, লাল ক্যাপসিকাম টেবিল চামচ, চীজ টেবিল চামচ

পুদিনা পাতা কুচনাে ১ টেবিল চামচ, অলিভ ওয়েল পরিমাণ মতাে, নুন ও গােলমরিচ স্বাদ মতাে 

কীভাব রান্না করবনে:

  • প্রথমে চিকেন ব্রেস্ট গুলি বাটারফ্লাই শেপে কেটে নিন। 
  • এবার বাকি উপকরণ গুলি ভাল করে মেখে চিকেনের মধ্যে দিয়ে রােল 

করু। 

  • একটি প্যানে তেল গরম করে তাতে চিকেনের রােল গুলি ভাজুন। ব্রাউন 

কার্লার এলে নামিয়ে নিন। 

  • এবার ওভেন ১৮০ ডিগ্রি তাপমাত্রায় রেখে চিকেন রােল গুলি ৭ মিনিট ধরে 

ব্রেক করতে হবে। 

  • শেষে ওভেন থেকে বাইরে বার করে গােল গােল করে কেটে গরম গরম। 

পরিবেশ করুন। 

রেসিপি: ওশান গ্রিল

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes