jamdani

নতুন কয়েন আনছে কেন্দ্র, কত টাকার আর তা কেমন দেখতে জানেন?

নতুন সংসদ ভবন তৈরি। আগামী রবিবার এই সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, মোদী সরকারের স্বপ্নের প্রকল্প তথা নতুন সংসদ ভবনের উদ্বোধনের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে একটি বিশেষ কয়েন আনা হচ্ছে। জানেন তা কত টাকার? ৭৫ টাকার কয়েন আনতে চলেছে কেন্দ্র। ভারতের স্বাধীনতার ৭৫ বছরের জন্য ৭৫ টাকার কয়েন। সেই কয়েনে লেখা থাকবে ‘Parliament Complex’ বা সংসদ ভবন। সেইসঙ্গে তাতে থাকবে নতুন সংসদ ভবনের ছবিও।

৭৫ টাকার কয়েন কীরকম হবে?

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৭৫ টাকার যে কয়েন তৈরি হয়েছে তার আকার বৃত্তাকার। ব্যাস  ৪৪ মিলিমিটার। ওই বিশেষ কয়েনে ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, পাঁচ শতাংশ নিকেল এবং পাঁচ শতাংশ দস্তার সংমিশ্রণ থাকবে বলেই খবর। ভারতীয় সংবিধানের দ্বিতীয় তফসিল অনুযায়ী, ওই ৭৫ টাকার কয়েনের ওজন হবে মোটামুটি ৩৫ গ্রাম। তবে এই ওজনের সামান্য তফাৎ-ও হতে পারে।

অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৭৫ টাকার কয়েনের সামনের দিকে একেবারে মাঝখানে অশোক স্তম্ভের সিংহের মুখ থাকবে। নীচে লেখা থাকবে ‘সত্যমেব জয়তে’। সিংহের নীচে লেখা থাকবে ‘৭৫’। বাঁ-দিকে দেবনগরী হরফে লেখা থাকবে ‘ভারত’। ডানদিকে ইংরেজিতে লেখা থাকবে ‘ইন্ডিয়া’ (India)। সেই সঙ্গে বিশেষ কয়েনে থাকবে রুপির চিহ্ন।

কয়েনের উলটো পিঠে থাকছে নতুন সংসদ ভবনের ছবি। অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, উপরের দিকে দেবনগরী হরফে লেখা থাকবে ‘সংসদ সংকুল’। নীচে ইংরেজি হরফে ‘PARLIAMENT COMPLEX’ লেখা থাকবে। সংসদ ভবনের ঠিক নীচে লেখা থাকবে ‘২০২৩’ (অর্থাৎ যে বছরে কয়েন তৈরি করা হচ্ছে)।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes